কবে থেকে স্মার্ট ফোন চালু হয় ?





(A) ১৯৯৪ সাল
ব্যাখ্যাসহ পড়ুন: আগস্ট ১৯৯৪ প্রযুক্তি পণ্য নির্মাতা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস বা আইবিএম কর্পোরেশনের তৈরি সিমন নামের ফোনের মাধ্যমে শুরু হয় স্মার্টফোনের যাত্রা। টাচ স্কিনের সুবিধাসহ এই সিমন স্মার্টফোনটিতে সে সময় অ্যাপস ব্যবহারের সুবিধা ছিল। টাচ স্ক্রিন মোবাইল ফোন আবিষ্কার করেন স্টিভ জবস যুক্তরাষ্ট্রের। এরপর ২০০২ সালে ওএস চালিত ট্রায়ো ও ব্ল্যাকবেরি কোয়ার্ক সিরিজের স্মার্টফোন বাজারে আসে। ২০০৭ সালে অ্যাপলের iphone বাজারে আসার পর যুক্ত হয় android windows ও ওএস চালিত স্মার্টফোন।

Previous Post Next Post