সৌরকোষে কী ব্যবহার হয়?
সোলার প্যানেল তৈরিতে কী ব্যবহার হয়?
ব্যাখ্যাসহ পড়ুন: ক্যাডমিয়ামের রাসায়নিক সংকেত Cd. ক্যাডমিয়ামের পারমাণবিক সংখ্যা ৪৮.রুপা বায়ুর সংস্পর্শে এলে কালচে ধরনের হয়ে যায়। কিন্তু রুপা এবং ক্যাডমিয়ামের সংস্পর্শে সংকর ধাতু দিয়ে অলংকার তৈরি করলে তা বায়ুর সংস্পর্শে আসলে কালচে বর্ণ ধারণ করে না।
Leave a Comment