ক্রোমোজোম

জেনেটিক  ইনফরমেশন এর মূল একক অনুলিপন।আর বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। মানবদেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা দুইটি। সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন স্ট্রাসবুর্গার। ১৮৭৫ খ্রিস্টাব্দে। 

ধানের ক্রোমোজম কয়টি?

উত্তর:  ধান গাছের ক্রোমোজোম সংখ্যা ২৪ টি। 

ঘোড়ার ক্রোমোজোম সংখ্যা ৬৪ টি। 

গরুর ক্রোমোজম সংখ্যা ৬০ টি।

ছাগলের ক্রোমোজোম সংখ্যা ৬০ টি। 

ভেড়ার ক্রোমোজোম সংখ্যা ৫৪ টি।

 মুরগির ক্রোমোজম সংখ্যা ৭৮ টি 

কুকুরের ক্রোমোজোম সংখ্যা ৭৮ টি

কুনোব্যাঙের ক্রোমোজোম সংখ্যা ২২ টি 

কবুতরের ক্রোমোজোম সংখ্যা  ৮০ টি

মাছির ক্রোমোজোম সংখ্যা বারটি

বিড়ালের ক্রোমোজোম সংখ্যা ৩৮ টি 

মানুষের ক্রোমোজোম সংখ্যা ৪৬ টি

গাধার ক্রোমোজোম সংখ্যা ৬২

সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায় ফার্ন বর্গীয় উদ্ভিদে প্রায় ১২৬০  টি। সবচেয়ে কম সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায় পিঁপড়াতে পুরুষ পিঁপড়াতে  একটি স্ত্রী পিঁপড়ায় দুটি ক্রোমোজোম থাকে । যে সকল ক্রোমোজোম  জীবের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে অটোজোম বলে। যে ক্রোমোজোম জীবের যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে সেক্স ক্রোমোজোম বলে। যেমন মানবদেহের ৪৬ টি ক্রোমোজোমের মধ্যে অটোজম ৪৪ টি আর সেক্স ক্রোমোজোম ২টি। 


Previous Post Next Post