রেইন ফরেস্ট 

যেসব বনাঞ্চলে প্রায় সারা বছর ঘনবর্ষণ বা অতিবৃষ্টি হয় তাকে অতিবৃষ্টির বন বা রেইনফরেস্ট বলে।এসব বনে বছরে প্রায়  ১৭৫০ মিলি থেকে ২০০০ মিলিমিটার বৃষ্টিপাত হয় হয়ে থাকে। অতিবৃষ্টির কারণে রেইন ফরেস্টের গাছের পাতা চিরসবুজ হয়ে থাকে। ধারণা করা হয় রেইন ফরেস্টগুলো প্রায় ৭০ মিলিয়ন বছর ধরে বর্তমান অবধি টিকে আছে।  পৃথিবীর ৬ শতাংশ এলাকা জুড়ে রেইন ফরেস্ট সৃষ্টি হয়েছে।অথচ এই রেইনফরেস্টে পৃথিবীর বেশিরভাগ গাছ ও প্রাণীর বসবাস। দক্ষিণ আমেরিকা  অ্যামজান নদী ও আফ্রিকার কঙ্কো নদীর অববাহিকায় সৃষ্টি হয়েছে বহু রেইনফরেস্ট। 

রেইনফরেস্টের স্তর (Rain Forest layer)

রেইন ফরেস্টে চারটি স্তর রয়েছে 

ক. এমার্জেন্ট লেয়ার 

খ. ক্যানোপি

গ. আন্ডারস্টোরি

ঘ. ফরেস্ট ফ্লোর

পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট 

পৃথিবীর সবচেয়ে বৃহত্তম রেইন ফরেস্ট হলো  অ্যামাজন রেইন ফরেস্ট। অ্যামাজন ফরেস্টের প্রায় ৬০ শতাংশ ব্রাজিলে অবস্থিত।আর বাকীটা বলিভিয়া, ইকুয়েডর,কলোম্বীয়া, পেরু, ভেনিজুয়েলা ইত্যাদি দেশে।


রেইন ফরেস্ট কী?


Previous Post Next Post