প্রকৃতি কাকে বলে?

ক্রিয়া বা শব্দের মূল অংশ কে প্রকৃতি বলে যেমন  পড়া এর মূল অংশ হলো বড় সুতরাং পড়া হল প্রকৃতি ।

 প্রকৃতির প্রকারভেদ

প্রকৃতি দুই প্রকার যথা ক্রিয়া প্রকৃতি ও নাম প্রকৃতি । 

ক্রিয়া প্রকৃতি কাকে বলে? 

 ক্রিয়ার মূল অংশকে ক্রিয়া প্রকৃতি বলে। ক্রিয়া প্রকৃতি ধাতুও বলা হয়। যেমন, চলন্ত- ক্রিয়ার মূল হলো চল্।এর সাথে অন্ত যুক্ত হয়েছে। 


নাম প্রকৃতি কাকে বলে? 

কোন শব্দের মূল অংশ কে নাম প্রকৃতি বলে। নাম প্রকৃতির অন্য নাম শব্দ প্রকৃতি যেমন ফুলেল শব্দের মূল অংশ হলো ফুল সুতরাং ফুল হলো নাম প্রকৃতি।  


Post a Comment

Previous Post Next Post