বাংলা গজল সৃষ্টি হয় কোন শাসকের আমলে?





(A) হোসেন শাহ
ব্যাখ্যাঃ হোসেন শাহীর আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়। দেশের সরকারি কাজে ফারসি ভাষার প্রচলন হয়। হোসেন শাহের আমলে কবি শ্রীধর বিদ্যা সুন্দর কাব্য রচনা করেন। মালাধর বসুকে সুলতান গুনরাজ খান উপাধি দান করেন। আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নুসরত শাহ গৌড়ের বড় সোনা মসজিদ বা বারদুয়ারি মসজিদ ও কদম রসূল মসজিদ নির্মাণ করেন।

Previous Post Next Post