ভূগোল বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়াবলী
জল ও স্থলের বিভিন্ন স্থানের নাম
নদী-নালা, খাল-বিল, সাগর-মহাসাগর, পাহাড়-টিলা, উপত্যকা ইত্যাদি বিষয়ক সাধারণ জ্ঞান।
ভূগোল শব্দের অর্থ কী?
ভূ অর্থ পৃথিবী আর গোল অর্থ গোলাকৃতি। পৃথিবী আকার দেখতে অনেকটা গোল।
মহাসাগর কাকে বলে?
যেসব জলভাগ পৃথিবীর বেশির ভূমিকা দখল করে আছে তাকে মহাসাগর বলে।যেমন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ভারত মহাসাগর,আর্কটিক ইত্যাদি।
সাগর কাকে বলে?
যার প্রধান স্রোত মহাসাগরের সাথে যুক্ত তাকে সাগর বলে। যেমন বঙ্গোপসাগর।
উপসাগর কাকে বলে?
ক্ষুদ্রকার সাগর এবং বড় হ্রদকে উপসাগর বলে।যেমন, কাস্পিয়ান, বৈকাল, অরাল ইত্যাদি।
ক্ষুদ্র উপসাগর কাকে বলে?
উপসাগরের থেকে ছোট কিন্তু সমুদ্রের সাথে যোগাযোগ আছে এমন জলভাগকে ক্ষুদ্র উপসাগর বলে।
অখাত কাকে বলে?
মহাসাগর থেকে নির্গত কিন্তু আকারে ক্ষুদ্র উপসাগরের ন্যায়।এর মোহনা বিস্তীর্ণ।
হ্রদ কাকে বলে?
চারপাশে স্থলবিশিষ্ট জলাশয় দেখতে নদীর মত বিস্তীর্ণ কিন্তু সাগর বা নদীর সাথে সম্পর্ক নেই।
মোহনা কাকে বলে?
এক সাগর যখন কোন পাশ দিয়ে আরেক সাগরের সাথে সংযোগ হয় বা কোন নদী যখন অন্য নদীর সাথে সংযুক্ত হয় তখন সেই যুক্ত স্থানকে মোহনা বলে।এটা তেমন বিস্তীর্ণ নয়।
নদী কাকে বলে?
হিমালয় কিংবা পর্বত থেকে পানি প্রবাহিত হয়ে যখন বিস্তীর্ণ পথ পাড়ি দিয়ে সমুদ্রের সাথে সংযোগ হয় তখন এই বিস্তীর্ণ পানি প্রবাহ পথকে নদী বলে।
উপনদী কাকে বলে?
নদী অপেক্ষা আকারে ছোট, খাল থেকে পানি নদীতে গিয়ে পড়ে।আর এই খালকে উপনদী বলে।
খাড়ী কাকে বলে?
সমুদ্র থেকে যে ক্ষুদ্র জলাশয় বের হয়ে নদীর মত সৃষ্টি হয় তাকে শাখা নদী বা খাড়ী বলে।
কীলস্থান কাকে বলে?
সাগর হতে সৃষ্ট যে জলাশয়ে বড় বড় নৌযান থাকে তাকে কীলস্থান বলে।
কোল কাকে বলে?
সাগরের জলাশয়ের যেখানে নৌকা নোঙর করে।
পৃথিবীর স্থাল ভাগের নাম
দ্বীপ কাকে বলে?
চতুর্দিকে জলবিশিষ্ট উচু জায়গাকে দ্বীপ বলে।
উপদ্বীপ কাকে বলে?
দ্বীপ অপেক্ষা ক্ষুদ্র দ্বীপকে উপদ্বীপ বলে।
প্রায় দ্বীপ কাকে বলে?
চারিদিকে পানি ও কোন এক পাশ দ্বীপের সাথে যুক্ত তাকে প্রায় দ্বীপ বলে।
অন্তরীপ কাকে বলে?
যে উঁচুভূমি মহাদ্বীপ থেকে নির্গত হয়ে সমুদ্রের ভিতর কিছুটা চলে যায় এর অগ্রভাগকে অন্তরীপ বলে।
তমরু মধ্য বলে?
পথের মত অল্প সরু যে ভূমি দ্বীপের দুই প্রান্ত যুক্ত হয় তাকে তমরু মধ্য বলে।
অন্তরাল কাকে বলে?
মহাদ্বীপ ও অন্তরীপ এর মধ্যবর্তী যে ভূমিখন্ড তাকে অন্তরাল বলে।
তীর কাকে বলে?
নদী বা সমুদ্রের টেউ কূলের যে পর্যন্ত যায় তাকে তীর বলে।
কাছাড় কাকে বলে?
নদ-নদীর তীরে যেখানে উঁচু জায়গা থাকে নদী বা সমুদ্রের টেউ উঁচু ভূমিতে লাগে তাকে কাছাড় বলে।
Leave a Comment