চরক কে?

পন্ডিত সিলভ্যা লেভী চীনা ভাষায় রচিত ত্রিপিটক গ্রন্থের চর্চাকালে চরক নামক এক জনৈক চিকিৎসকের পরিচয় পান।অনেকে মনে করেন চরক ছিলেন রাজা কণিঙ্কের দীক্ষাগুরু।কণিঙ্ক ছিলেন দ্বিতীয় শতাব্দীর শাসক।সেইসূত্রে চিকিৎসক চরকও ছিলেন একই শতাব্দীর। আরবিভাষী চিকিৎসক রাজেস সিদ্ধিচয় নামক গ্রন্থ হতে কিছু বিষয় অনুবাদ করেছেন।অনেকে মনে করেন সিদ্ধিচয় চিকিৎসক চরক এর লেখা।

Previous Post Next Post