কনকস্তুপ বিহার কোথায়?

ত্রিপুর জেলার পট্টিনগরের কাছে একসময় সুপ্রসিদ্ধ বৌদ্ধ বিহার ছিল।আর এই বিহারে মহাবৈবর্ত্ত সংঘভূক্ত আচার্য্যগণ বসবাস করতেন বলে জানা যায়।এই বিহারের উন্নয়নের জন্য রাজা রণবঙ্কল্ল-ছারিকালদেব একটি গ্রাম দান করেন।১২২০ সালের দিকে।তিব্বতী তাঞ্জুর গ্রন্থে এর উল্লেখ আছে। 

Previous Post Next Post