সাইক্লোন তৈরি হতে সাগরের তাপমাত্রা কত?

 সাইক্লোন তৈরিতে সাগরের তাপমাত্রা 

সাইক্লোন তৈরি হতে সাগরের উপরিতলের  তাপমাত্রা সর্বনিম্ন ২৬.৫ থেকে ২৭  ডিগ্রি  সেলসিয়াস হওয়া প্রয়োজন। যখন সমুদ্রের উপরিতলের উষ্ণ ও আর্দ্র  বায়ু  উপরে উঠতে থাকে তখন সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। নিম্নচাপ  ঘন্টায়  ৬২ কিলোমিটার গতিবেগ অর্জন করলে তাকে আঞ্চলিক ঝড় বলে।আর ঘন্টায় ১১৯ কিলোমিটার বা ৭৪ মাইল গতিবেগ হলে তাকে  সাইক্লোন বলে।

Blogger দ্বারা পরিচালিত.