চন্দ্রাভিযান সম্পর্কে সাধারণ জ্ঞান 

চাঁদের এক দিন সমান পৃথিবীর কত দিন? 

উত্তর: ২৭.৩২ দিন বা ৬৫৫.৭২ ঘন্টা। 

এ পর্যন্ত কতজন লোক চন্দ্রপৃষ্ঠে পা রেখেছে? 

উত্তর: ১২ জন। 

সর্বশেষ কবে মানুষ চন্দ্রপৃষ্ঠে পা রাখে?

উত্তর: ১৯৭২ সালে।

চন্দ্রপৃষ্ঠে পাঠানো প্রথম মহাকাশযানের নাম কী? 

উত্তর: লুনা-২ (রাশিয়া)

রাশিয়া প্রথম কবে চাঁদে মহাকাশ যান পাঠায়?

উত্তর: ১৩ সেপ্টেম্বর ১৯৫৯ 

কবে প্রথম মানুষ চাঁদে যায়? 

উত্তর: ২১ জুলাই  ১৯৬৯


আন্তর্জাতিক চাঁদ দিবস কবে?

উত্তর: ২১ জুলাই 

কোন যানে করে প্রথম নীল আর্মস্ট্রং চাঁদে পা রাখে?

উত্তর: অ্যাপোলা-১১ লুনার।

চাঁদের যে জায়গায় মানুষ প্রথম পা রাখে তার নাম কী?

উত্তর: Sea of Tranquillity. 

ভারতের চন্দ্রযান

ভারত পৃথিবীর চতুর্থ রাষ্ট্র হিসাবে চাঁদে মহাকাশযান পাঠায়। ভারতীয় চন্দ্রযানের নাম চন্দ্রযান-৩ ( বিক্রম)। ২৩ আগস্ট ২০২৩ সন্ধ্যা ৬ টা ৩৪ মিনিটে ইসরোর চন্দ্রযানটি সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করে।শুধু তাই নয় সূর্য নিয়ে গবেষণার জন্য ২ সেপ্টেম্বর ২০২৩ সালে ইসরো সূর্যের দিকে মহাকাশযান পাঠায়।


ভারতীয় প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী?

উত্তর: আর্যভট্ট (১৯৭৫)


ভারতীয় মহাকাশ  গবেষণা সংস্থা ইসরোর প্রধান কে?

উত্তর: এস সোমানাথ


Previous Post Next Post