ত্রিমুনি

পাণিনি,ক্যাতায়ন ও পতঞ্জলীকে ব্যাকরণ শাস্ত্রের ত্রিমুনি নামে অভিহিত করা হয় 

পাণিনি উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যায়াকরণ ছিলেন। তার রচিত বিখ্যাত ব্যাকরণ গ্রন্থের নাম অষ্টাধ্যায়ী।সংস্কৃত ব্যাকরণ চর্চায় পাণিনি নিয়ে খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে, ক্যাতায়ন ও পতঞ্জলি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে ব্যাকরণ শাস্ত্রের উপর বিশেষ খ্যাতি অর্জন করেন।

Previous Post Next Post