ফাউন্ড্রি কাকে বলে?

ফাউন্ড্রি বা ঢালাই হচ্ছে এক প্রকার ম্যানুফ্যাকচারিং পদ্ধতি এই পদ্ধতিতে গলিত ধাতু বস্তুর অনুরূপ ছাঁচে ঢেলে বস্তু উৎপাদন করা হয়। 

ফাউন্ড্রি শিল্পের গুরুত্ব 

আধুনিক বলতে ধাতু যুগকে বোঝায় এজন্য ধাতব দ্রব্য তৈরিতে ফাউন্ড শিল্প আধুনিক শিল্পের অবিচ্ছেদ্য অংশ।

বর্তমানে গৃহস্থালীতে ব্যবহৃত দ্রব্য থেকে শুরু করে আকাশযানে ব্যবহৃত  যন্ত্রাংশ পর্যন্ত ঢালাই করে তৈরি করা হচ্ছে। ঢালাই লোহা থেকে ঢালাই করে যন্ত্রাংশ, পাইপ , ওয়াশ বেসিন, রান্নাঘরের সামগ্রী ইত্যাদি  আজ বহুলভাবে তৈরি হচ্ছে। ব্রাস এবং ব্রোঞ্জ ধাতুর ঢালাই করে হার্ডওয়ার ওয়াশিং মেশিনের যন্ত্রাংশ এবং অন্যান্য গৃহস্থালিতে ব্যবহৃত সামগ্রী তৈরি করা যাচ্ছে। অ্যালুমিনিয়াম ও লো কার্বন স্টীল দিয়ে মেশিনের পিস্টন তৈরি হচ্ছে।  অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম ধাতু ঢালাই করে রান্নার সামগ্রী রেফ্রিজারেটরের যন্ত্রাংশ ফুড মিক্সার এবং ভ্যাকুয়াম ক্লিনার তৈরি করা হচ্ছে। আধুনিক ফাউন্ড্রি শিল্পের উপর আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি  নির্ভরশীল। আধুনিক যোগাযোগ এবং লাইটিং পদ্ধতিতে ঢালায় শিল্পের অবদান অনেক।  তাই বর্তমানে ফাউন্ড্রি বা ঢালাই শিল্পের গুরুত্ব অপরিসীম। 

Previous Post Next Post