বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত বিদেশির নাম

উত্তর: ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য চতুর্থ সর্বোচ্চ সামরিক খেতাব বীরপ্রতীক উপাধি পাওয়া একমাত্র বিদেশির নাম "উইলিয়াম ঔডারল্যান্ড "।  উইলিয়াম ঔডারল্যান্ড ছিলেন  ওলন্দাজ অস্ট্রেলীয় সেনাবাহিনীর কমান্ডো অফিসার। ১৮ মে ২০০১ সালে তিনি মারা যান। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অংশগ্রহণ করেন।

Previous Post Next Post