কৃষি গবেষণা ইন্সটিটিউট এস্টিমেটর পদের প্রশ্ন 


ক) ক্যাম্বার কি ও কেন দেওয়া হয়?

খ) এক ঘনমিটার এম.এস রডের ওজন কত?

গ) ইন্ডিস্ট্রিয়াল টিনের সাইজ ও পুরুত্ব কত হয়?

ঘ) কংক্রিট কী?

ঙ) একটি Soil Sample এর natural weight 10g এবং dry weight 7.5g হলে, moisture content কত শতাংশ?

চ) এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে কতটি প্রচলিত ইটের প্রয়োজন?

ছ) একটি কলাম নির্মাণের জন্য ১:২:৪ অনুপাতের কংক্রিট মিক্স ডিজাইন করা আছে। প্রতি বস্তা সিমেন্টের জন্য কত ঘনফুট বালু এবং খোয়া লাগবে?

জ) জলছাদের কাজে খোয়া, চুন ও সুরকির অনুপাত কত?

ঝ) এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন কত কেজি?

ঞ) শেয়ার ওয়াল কাকে বলে?

ট) কংক্রিটে ৫% ভয়েড থাকলে তার শক্তি কত % হ্রাস পায়?

ঠ) AREA এবং PIT এর পূর্ণরূপ কী?

ড) BST এবং TMT এর পূর্ণরূপ কী?

ঢ) পটহোলস কাকে বলে?

ণ) একটি কংক্রিটের মিশ্রণ তৈরী করতে পানি ও সিমেন্টের ওজনের অনুপাত ০.৪৫ হলে, প্রতি ব্যাগ সিমেন্ট ব্যবহারে কত লিটার পানি লাগবে?

Previous Post Next Post