বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য

 'বাংলাদেশের পররাষ্ট্রনীতি'র বৈশিষ্ট্য 

১. জাতিসংঘের সনদ নীতিমালা,  রাষ্ট্রীয় অখন্ডতা, সকল জাতির সার্বভৌমত্ব ও সকল বিরোধের শান্তিপূর্ণ সমাধান নীতির প্রতি অঙ্গীকারবদ্ধতা। 

২. জোট নিরপেক্ষতা। 

৩. সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। 

৪. অর্থনৈতিক কূটনীতির ওপর গুরুত্বারোপ।

৫. বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায় সঙ্গত সংগ্রামকে সমর্থন করা। 

৬. UN, EEC,EU,ASEAN,OPEC, OIC, GCC, আরবলীগ, কমনওয়েলথ প্রভৃতি সংস্থার সাথে সুসম্পর্ক স্থাপন। 

Blogger দ্বারা পরিচালিত.