Rh ফ্যাক্টর কী?

 'Rh Factor' কাকে বলে?

Rh তে রেসাস (Rhesus) বোঝায়।রেসাস এক ধরনের বানরের নাম। রেসাস নামক বানরের লোহিত রক্তকণিকায় অবস্থিত এক ধরনের অ্যাগ্লুটিনোজেন থাকে।যেসব মানুষের রক্তে আর এইচ ফ্যাক্টর উপস্থিত তাদের আর এইচ পজেটিভ (Rh+ আর যাদের রক্তে এটা নেই তাদেরকে আরএইচ নেগেটিভ (Rh-) বলা হয়। 

Blogger দ্বারা পরিচালিত.