'প্রত্যয়যুক্ত স্থান' ও  নামের অর্থ 

বাংলায় এমন অনেক স্থান আছে যেগুলো প্রত্যয়যোগে গঠিত হয়েছে। প্রত্যয়যুক্ত শব্দগুলো নিম্নে দেয়া হলো

শাল ~ ঘর, আলয়,গৃহ ইত্যাদি। যেমন: হাতিশাল, ঘোড়াশাল


হাট ~ হট্ট, হাঁটা ইত্যাদি । আবার হাটি ~ হট্ট। বীরহাট, নারায়ন হাট, সেনহাটি, নলহাটি।


বুনিয়া~ বনজ, বন, জঙ্গল ইত্যাদি । বাহারবুনিয়া, মাদারবুনিয়া, বেতবুনিয়া


গড়~ খনন,পরিখা, ইত্যাদি। লোহাগড়

ছড়ি~ ক্ষুদ্র স্রোত, পাহাড়িয়া।ফটিছড়ি 

দহ~হ্রদ, বিল, জলা,ঘূর্ণিপাক। দহগ্রাম 

গঞ্জ - বাজার,বানিজ্য এলাকা।

দিয়া~ দ্বীপ । কুতুবদিয়া,মানিকদিয়া, কনকদিয়া।

নগর- শহর, ধনীদের জায়গা।

পুর- নগর বা আবাসস্থল। ধর্মপুর, উদয়পুর।

বিল -বিস্তীর্ণ জলাভূমি। সাহারবিল,নয়াবিল

আইল~ সংস্কৃত শব্দ আলি থেকে আগত।চারিদিকে বাঁধ দিয়ে পানি ধরে রাখা। টাঙ্গাইল, নড়াইল তাড়াইল।

আবাদ - সমৃদ্ধ স্থান, বাসস্থান, চাষযোগ্য ভূমি। নাসিরাবাদ, সায়দাবাদ ইত্যাদি। 

কাটা - কাটা সংস্কৃত শব্দ। অর্থ কর্তন।মাটিকাটা, কুয়াকাটা,ঢালকাটা

কান্দা বা কান্দি~ নদীতীরবর্তী জলস্রোত প্রতিরোধে বাঁধ।

কুন্ডু~জলাধার,বাঁধ,খাত,গর্ত ইত্যাদি।  কুন্ডু সংস্কৃত শব্দ।


খাল~দীর্ঘ খাত,জলপ্রবাহ,গভীর নাল।খাল থেকে উৎপত্তি।  মহাখালী।

খিল~পতিত জমি।নারদস্মৃতি অনুসারে তিন বছর চাষ হয় নি এমন জমি।


Previous Post Next Post