ফ্লো অয়েল ফিল্টারের সুবিধা 

বাইপাস ফ্লো অয়েল ফিল্টারের সুবিধা 

১. এ পদ্ধতিতে ফ্লো রেট কম বলে সূক্ষ ফিল্টারিং এলিমেন্ট এর সাহায্যে প্রায় সম্পূর্ণ ক্ষতিকর পদার্থ যেমন বালু মরিচাকণা ইত্যাদি অপসারণ করা সম্ভব হয়।


২. ফিল্টার বন্ধ হয়ে গেলেও বিয়ারিং বা অন্যান্য অংশে লুব্রিকেশনে কোন অসুবিধা হয় না 


 ৩. পাম্পের প্রেসার অপেক্ষাকৃত কম ফলে প্রেসার রিলিজ ভাল্ব বাধ্যতামূলক নয়  


অসুবিধাসমূহ 

১. ফ্লোরেট কম বিধায় এ পদ্ধতিতে অয়েল ছাঁকা যায় না ফলে ব্যবহার প্রায় উঠে গেছে। 


ফুল ফ্লো ফিল্টারের সুবিধা ও অসুবিধা 

সুবিধা 

১. এ পদ্ধতিতে ফুয়েল সম্পূর্ণ ছাঁকা যায়।

২. ফ্লোরেট  বেশি তাই অল্প সময়ে সম্পূর্ণ তেল ফিল্টারিং করা সম্ভব হয়। 


অসুবিধাসমূহ 

১. ফিল্টার বন্ধ হলে অয়েল প্রবাহ বন্ধ হয়ে বিয়ারিং ফেল হওয়ার সম্ভাবনা থাকে।

ফিল্টারিং এলিমেন্ট ছোট কণা আটকাতে পারে না 

এই পদ্ধতিতে প্রেসার বেশি বলে অতিরিক্ত প্রেসার তৈরি নিবারনের জন্য প্রেসার রিলিজ ভাল্ব জরুরী ।



Previous Post Next Post