ইলেকট্রিক সুইচ গিয়ার কী?

বৈদ্যুতিক সিস্টেমের স্বাভাবিক ও অস্বাভাবিক কার্যকলাপ এর সংযোগকারী, বিচ্ছিন্নকারী, রক্ষণাবেক্ষণকারী, নিয়ন্ত্রণকারী, পাঠদানকারী ও ভারসাম্য রক্ষাকারী যন্ত্রপাতির একত্র অবস্থানকে সুইজগিয়ার বলে। যেমন সুইচ, ফিউজ, সার্কিট ব্রেকার, আইসোলেটর রিলে ইত্যাদি। 

Previous Post Next Post