বৈদ্যুতিক ফল্ট কাকে বলে? 

যখন দুই বা ততোধিক পরিবাহী স্বাভাবিক ভোল্টেজ পার্থক্যে কাজ করার সময় যদি একত্রে সংস্পর্শে আসে তখন ফল সংঘটিত হয়। 

বৈদ্যুতিক ফল কত প্রকার 

বৈদ্যুতিক ফল প্রধানত দুই প্রকার। যথা

১. সিমেট্রিক্যাল ফল্ট ও ২. আনসিমেট্রিক্যাল ফল্ট 

সিমেট্রিক্যাল ফল্ট:  সিস্টেমের যে ফলটের কারণে তিন ফেজের প্রতিটি ফেজ সমপরিমাণ ফল্ট কারেন্ট প্রবাহিত হয় সেই ফল্টকে সিমেট্রিকেল ফল্ট বলে। 

আনসিমেট্রিক্যাল ফল্ট : সিস্টেমে যে ফল্ট এর কারনে তিন ফেজের প্রতিটি ফেজে সমপরিমাণ কারেন্ট প্রবাহিত না হয়ে অসম পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তাকে আনসিমেটিক্যাল ফল্ট বলে।

 ইলেকট্রিক ফল্টের কারণ

 ১.ইনসুলেটর এর ব্যর্থতা

 ২. লাইনের আকস্মিক ক্ষয়ক্ষতি 

৩. লাইটনিং চার্জ ভোল্টেজ ড্রপ

৪. আনব্যালান্স এবং স্ট্যাবিলিটির পতন ইত্যাদি। 

Previous Post Next Post