ECM বা ECU বলতে কী বোঝায়?

ECM বা ECU একই জিনিস। এটা ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনে ব্যবহার হয়।

ECM এর পূর্ণরুপ Engine control module.

ECU এর পূর্ণরুপ Engine control unit.

ECM বা ECU একটি গাড়ির প্রধানত চারটি সিস্টেম নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়।যেমন

১. ইঞ্জিনে বাতাস ও জ্বালানি নিয়ন্ত্রণে।

২. আইডল স্পীড নিয়ন্ত্রণে।

৩. ভালব টাইমিং এ।

৪. ইগনিশন টাইমিং এ।

Previous Post Next Post