What is hybrid vehicles? 

যে সকল গাড়ি বা যানবাহনে  দুই বা ততোধিক স্বতন্ত্র পাওয়ার সোর্স ব্যবহার করা হয় তাকে হাইব্রিড গাড়ি বলে।যেমন সাবমেরিন। সাবমেরিন যখন পানির উপরে থাকে তখন ডিজেল ব্যবহার করা হয়। আর যখন পানির নিচে চলে তখন ব্যাটারি ব্যবহার করা হয়।তো আমরা আরো সহজে বুঝতে পারি যে, এ ধরনের গাড়ি ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন (IC) ডিজেল ও ইলেক্ট্রিক মোটর এবং ব্যটারি ব্যবহার হয়।ইঞ্জিন থেকে পাওয়ার নিয়ে ব্যাটারি চার্জ করা হয়।

Previous Post Next Post