উড়োজাহাজের গতি নিয়ন্ত্রন যন্ত্রের নাম কী?

আমরা জানি উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম ট্যাকোমিটার আর উড়োজাহাজে উচ্চতা নির্ণয় করা হয়  অলটিমিটার দিয়ে।কিন্তু উড়োজাহাজে গতি নিয়ন্ত্রণ করার যন্ত্রের নাম কী? উড়োজাহাজে pitot-static system এর মাধ্যমে উড়োজাহাজের গতি নিয়ন্ত্রণ করা হয়।pitot tube ব্যবহার হয় যা পিটট প্রেশার মাপে বর Static port যা স্ট্যাটিক প্রেশার মাপে।

Previous Post Next Post