Reduced and mean sea level

 বিভিন্ন প্রকার সমুদ্র লেভেল 

Reduced Level: গড় সমুদ্রপৃষ্ঠ হতে কোন একটি তলের উলম্ব উচ্চতা বা গভীরতাকে রিডিউসড লেভেল বলে।RL তথা Reduced level যদি ধনাত্মক হয় তাহলে স্থানটি উঁচু  আর ঋনাত্মক বোঝালে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে নিচের দিক বোঝায়।


mean sea level : সমুদ্রের শান্ত পানির তলে দীর্ঘদিনের গড় উচ্চতাকে মিন সি লেভেল বলে।

Blogger দ্বারা পরিচালিত.