নিশিমুরা ধূমকেতু

জাপানিজ মহাকাশ ফটোগ্রাফার হিদেও নিশিমুরা (Hideo Nishimura) প্রথম C/2023 P1 ধূমকেতু আবিষ্কার করেন। তার নামানুসারে ধূমকেতুর নাম নিশিমুরা রাখা হয়।

নিশিমুরা ধূমকেতু কত বছর পর পর দেখা যায়?

উত্তর: ৪৩৭ বছর পর পর।

নিশিমুরা ধূমকেতু কোন গোলার্ধে দেখা যায়?

উত্তর: উত্তর গোলার্ধে। 

কত তারিখে নিশিমুরা ধূমকেতু দেখা গেছে?

উত্তর:১২ সেপ্টেম্বর ২০২৩ নিশিমুরা পৃথিবী থেকে খালি চোখে দেখা যায়।আর  ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ধূমকেতুটি সূর্যের কাছাকাছি অবস্থান করবে।

C/2023 P1 কী

উত্তর: নিশিমুরা ধূমকেতু 

Previous Post Next Post