বয়সভেদে মানুষের সময়কালের নামকরণ 


আশি বছরের বেশি বয়স্ক এক  কথায়

উত্তর: অশীতিপর

পঞ্চম বর্ষীয় বালকদের  কী বলে?

উত্তর: কুমার

পঞ্চম হতে দশম বর্ষীয় বালকদের কী বলে?

উত্তর: অপগোন্ড

নবজাতক কাল কাকে বলে?

উত্তর: শিশুর জন্ম থেকে ২ সপ্তাহ বা ১৪ দিন পর্যন্ত বয়সকে নবজাতককাল বলে।

অতি শৈশবকাল কাকে বলে?

উত্তর: ২ সপ্তাহ থেকে ২ বছর পর্যন্ত বয়সকে অতি শৈশবকাল বলে।

প্রারম্ভিক শৈশবকাল কতটুকু? 

শিশুর ২ বছর থেকে ৬ বছর পর্যন্ত  প্রারম্ভিক শৈশবকাল। 

মধ্য শৈশবকাল কাকে বলে?

শিশুর ৬ বছর থেকে ১০ বছর পর্যন্ত বয়সকে মধ্য শৈশবকাল বলে।


কৈশোরের সময়কাল কোনটি

কৈশোর শুরু হয় ১০ বা ১৩ বছর বয়স থেকে ১৯ বা ২৪ বছর পর্যন্ত কৈশোরের সময়কাল।


প্রাপ্ত বয়স্ক বা সাবালক হওয়ার বয়স কত?

১৯৮৯ সালে জাতিসংঘ কর্তৃক ঘোষিত এক বিধি অনুযায়ী ১৮ এর নিচে যাদের বয়স তারা নাবালক। 



Previous Post Next Post