টারবাইন সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর
হাইড্রো টারবাইন
কয়েক প্রকার ওয়াটার টারবাইন এর নাম
১. পেল্টন টারবাইন
২. কাপলান টারবাইন
৩. ফ্রান্সিস টারবাইন
৪. টারগোট টারবাইন
বিভিন্ন ওয়াটার টারবাইনের স্পেসিফিক স্পীড
পেল্টন বা ইম্পালস টারবাইন = ৪-৬০ rpm
কাপলান বা এক্সিয়াল ফ্লো টারবাইন = ৩০০-১২০০ rpm
ফ্রান্সিস টারবাইন = ৮০-৪২০ rpm
প্রপেলার টারবাইন = ৩১০-১০০০ rpm
রেডিয়াল অ্যান্ড মিক্সড ফ্লো = ৬০-৪০০ rpm
বিভিন্ন প্রকার হাইড্রো টারবাইনের হেড
পেল্টন বা ইম্পালস টারবাইন = ২০০-২০০০ মিটার
টারগো টারবাইনেরও একই।
কাপলান বা এক্সিয়াল ফ্লো টারবাইন = ১০-৭০ মিটার
ফ্রান্সিস টারবাইন = ১৫-৩০০ মিটার
প্রপেলার টারবাইন = ৫-৩০ মিটার
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে কোন ধরনের টারবাইন ব্যবহার করা হয়?
উত্তর: কাপলান টারবাইন
স্টীম টারবাইনের প্রকারভেদ
স্টীম টারবাইন মূলত দুই প্রকার। ইম্পালস টারবাইন ও রিয়াকশন টারবাইন। এছাড়াও রয়েছে কন্ডেন্সিং ও নন-কন্ডেন্সিং টারবাইন, ব্যাক প্রেসার টারবাইন, এক্সট্র্যাকশন টারবাইন।
Leave a Comment