স্পিলিট টাইপ ও উইন্ডো টাইপ কুলারের বৈশিষ্ট্য 

 Split type cooler এর বৈশিষ্ট্য 

১. এই কুলার যেকোন জায়গায় স্থাপন করা যায়।

২. স্পিলিট কুলারের ক্যাপাসিটি ২ টনের বেশি।

৩. নয়েজ তথা শব্দ বেশি

৪. খরচ বেশি


windo type air cooler

১. এধরনের  এয়ার কুলার শুধুমাত্র বাসা-বাড়িতে থাকে।

২. ক্যাপাসিটি ২ টন বা তার কম

৩. নয়েজ কম

৪. খরচ কম।

Previous Post Next Post