কুন্দন

কুন্দন হলো রত্নপাথরের তৈরি অলঙ্কার। কন্ঠহার বা গলার হার।কুন্দন একটি ঐতিহ্যবাহী  আদিম সাংস্কৃতির নিদর্শন।বাংলাদেশ ও ভারত বিশেষ করে ভারতের রাজস্থানে হাজার বছর ধরে রানী ও রাজকুমারীর গলায় শোভা পেয়েছে। ধারণা করা হয় রাজস্থান ও গুজরাটের রাজদরবার থেকে কুন্দন গহনার উদ্ভব। কুন্দন শব্দের অর্থ অত্যন্ত পরিশোধিত সোনা। পরবর্তীতে এই অলঙ্কারের খ্যাতি পুরো ভারত বর্ষে ছড়িয়ে পরে।মোগলদের আমলে বিস্তার লাভ করে।


কুন্দন কী
কুন্দন গলার হার


Previous Post Next Post