খনা ও খনার বচন সম্পর্কে প্রশ্নোত্তর

খনার আসল নাম কী?

ক্ষনা বা খনার আসল নাম লীলাবতী


খনার স্বামীর নাম কী ছিল?

উত্তর: মিহির

কোন রাজার আমলে খনার জন্ম হয়?

উত্তর: কবি ও জ্যোতির্বিদ খনার জন্ম হয় পাল রাজাদের আমলে।


খনার জন্ম কত সালে?

উত্তর: ধারণা করা হয় খনার জন্ম ৮০০-১২০০ খ্রিষ্টাব্দে।

খনার বাবার নাম কী ছিল? 

সিংহল রাজ্যের রাজা অনাচার্যের কন্যা ছিলেন খনা।

খনার জন্ম কোথায়?

পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার বেড়াচাঁপার দেউলিয়া গ্রামে।বর্তমানে চন্দ্রকেতু গড়।

খনা সম্পর্কে অজানা তথ্য
খনা


Previous Post Next Post