পৃথিবীর গতি কমছে কেন 

৪৬০ কোটি বছর পূর্বে যখন পৃথিবী সৃষ্টি হয় তখন মাত্র ৬ ঘন্টায় একদিন সম্পন্ন হতো।আমরা জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। এবং সাথে নিজ অক্ষের চারিদিকে ঘুরছে।পৃথিবী তার নিজ অক্ষে একবার ঘূর্ণন সম্পূর্ণ করতে এখন ২৪ ঘন্টা সময় নেয়। কিন্তু আজ থেকে   ৪৬০ কোটি বছর পূর্বে যখন পৃথিবী সৃষ্টি হয় তখন মাত্র ৬ ঘন্টায় একদিন সম্পন্ন হতো।আর ৬ কোটি বছর পূর্বে  প্রায় ২১ ঘন্টায়  একদিন সম্পন্ন হতো। বৃদ্ধি পেতে পেত এখন তা ২৪ ঘন্টায় এসে পৌঁছেছে।এবং এখনো দিনের সময় বৃদ্ধি পাচ্ছে। প্রতি একশ বছরে ১.৭ মিলিসেকেন্ড বৃদ্ধি হচ্ছে।অর্থাৎ পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণন গতি প্রতি ১০০ বছরে ১.৭ সেকেন্ড  হারে কমছে।কিন্তু কেন? সৃষ্টির শুরুতে চাঁদ বর্তমান দূরত্ব থেকে প্রায় ১৭ গুন কাছে ছিল। কিন্তু ধীরে ধীরে চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে।
প্রতি বছর চাঁদ পৃথিবী থেকে ১ দশমিক ৪৯ ইঞ্চি করে দূরে সরছে। ফলে পৃথিবীর কৌণিক গতিবেগ কমছে।আর এই কৌণিক গতিবেগের কারণে পৃথিবীর ঘূর্ণন গতিও কমছে।আরো সহজ করে বললে চাঁদের মৃদু মাধ্যাকর্ষণের কারণে পৃথিবীতে সমুদ্রে জোয়ার ভাঁটা হয়।পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি  ও ঘূর্ণন গতি চাঁদের থেকে বেশি।ফলে পৃথিবীতে  চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব ও জোয়ার ও টুইস্টিং ফোর্সের কারণে  পৃথিবীর ঘূর্ণন গতি কমছে।

বিস্তারিত ভিডিওতে



Previous Post Next Post