পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণী

পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণীর  নাম কি জানেন? মশা । হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণীর নাম হল মশা। প্রতিবছরে ৭ লাখ থেকে ২০ লাখ মানুষ মশার কামড়ে মারা যায়। যেখানে কুকুরের কামড়ে মারা যায় ২৫ হাজার এবং সাপের কামড়ে মারা যায় পঞ্চাশ হাজার। আর এ কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে 2017 সালে পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণী মশার নাম রেকর্ড হয়।পৃথিবীতে ৩ হাজারেরও বেশি মশা প্রজাতি রয়েছে।সব মশা মানুষকে কামড়ায় না  কিন্তু এনোফিলিস প্রজাতির মশা সবচেয়ে ভয়ংকর।এর কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়া সহ অন্যান্য মারাত্মক ধরনের রোগ হতে পারে।  আমরা জানি যে পুরুষ মশা মানুষের রক্ত খায় না। মশারা সাধারণত ফুল ফল বা গাছের কাণ্ডের রস খেয়ে থাকে। শুধুমাত্র নারী মশারাত ডিম গঠনের জন্য রক্ত খেয়ে থাকে। যেখানে পুরুষ মশারা মাত্র একদিন পর্যন্ত বাঁচে সেখানে নারী মশারা ৬ থেকে ৭ সপ্তাহ পর্যন্ত বাঁচতে পারে।


পৃথিবীর সবচেয়ে ভয়ানক প্রাণী
মশার কামড় প্রতীকী ছবি



Post a Comment

নবীনতর পূর্বতন