চুয়াডাঙ্গায় গরম ও শীত কেন বেশি হয়? 

২০১৪ সালে ৪৩ ডিগ্রি 

২০২৩ সালে ৪১ ডিগ্রি 

২০২৪ সালে ৪০.২ ডিগ্রি 


২০২১ সালে ৬.২ ডিগ্রি

২০২৪ সালে ৬.৬ ডিগ্রি 


পৃথিবী  সূর্যকে প্রদক্ষিণ করার সময় একটু হেলে ঘোরে। পুরোপুরি বৃত্তাকারে বা চক্রাকারে ঘোরে না।যখন পৃথিবীর যে অংশ সূর্যের দিকে হেলে থাকে সেই অংশে সূর্যের আলো তীর্যকভাবে পড়ে ফলে তখন গ্রীষ্মকাল বা গরম কাল আসে। আর একই সময় পৃথিবীর বিপরীত অংশে সূর্যের আলো ও তাপ কম পৌছাতে পারে ফলে তখন সেই অংশে শীতকালের সৃষ্টি হয়। এপ্রিলে বাংলাদেশ বা এই অঞ্চল  সূর্যে থেকে  তুলনামূলক কাছ থেকে লম্বালম্বিভাবে আলো পায়।তিন কারণে চুয়াডাঙ্গায় তাপমাত্রা বেশি হয়।

১. এপ্রিলে সূর্য এ অঞ্চলে অন্য অঞ্চলের তুলনায় নিকট থেকে আলো দেয়।


২. বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এই অঞ্চলে প্রবেশ করে পরিবেশের তাপমাত্রা বাড়ায়।


৩. চুয়াডাঙ্গা ও এর আশেপাশে বিস্তৃত সমভূমি থাকায় পরিবহন পদ্ধতিতে তাপ এই অঞ্চলে প্রবেশ করে। 


শীতকালে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কম থাকার কারণ। 

১. হিমালয় থেকে শুষ্ক বাতাস উত্তর-পশ্চিম দিয়ে এই অঞ্চলে প্রবেশ করে। 


কোন জেলায় কেমন গরম
চুয়াডাঙ্গা: প্রতীকী ছবি 



Previous Post Next Post