জেনারেল মেকানিক্স (General Mechanics)

সাধারণ অর্থে মেকানিক্স (Mechanics) বলতে এমন এক বিষয়কে বুঝায় যেখানে এক বা একাধিক ট্রেড ভিত্তিক তাত্ত্বিক এবং বাস্তব ব্যবহারিক প্রয়োগ কৌশল নিয়ে আলোচনা করে। আর যে ব্যক্তি বিশেষ এরূপ মেকানিক্স (Mechanics) বিষয়ক তাত্ত্বিক এবং বাস্তব ভিত্তিক ব্যবহারিক প্রয়োগ কৌশল আত্মস্থকরণপূর্বক একে পেশা হিসেবে বেছে নিয়েছেন, তাকে 'মেকানিক' সংক্ষেপে 'মেকার' বা 'কারিগর' বলে। উদাহরণত ফিটার, টার্নার, ওয়েল্ডার, মেশিন অপারেটর প্রত্যেকে এক একজন মেকানিক বা কারিগর নামে অভিহিত। একজন মেকারের এক বা একাধিক বিষয়ের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান থাকা স্বাভাবিক।


অতএব যে ট্রেডে একাধিক ট্রেডভিত্তিক তাত্ত্বিক এবং বাস্তব কর্মমুখী প্রশিক্ষণ প্রদান করা হয় তাকে জেনারেল মেকানিক্স ট্রেড বলা হয়।

জেনারেল মেকানিক্স হলো এমন একটি সাধারণ কারিগরি বিষয় যা এক বা একাধিক ট্রেড ভিত্তিক তাত্ত্বিক এবং বাস্তব প্রয়োগ ভিত্তিক ব্যবহারিক কৌশল নিয়ে আলোচনা করে।

অতএব যে ট্রেডে জেনারেল মেকানিক্স ট্রেড সংক্রান্ত তাত্ত্বিক ও বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয়, তাকে জেনারেল মেকানিক্স ট্রেড বলা হয়। এরূপ ট্রেডে যিনি জেনারেল মেকানিক্স বিষয়ের তাত্ত্বিক ও বাস্তব প্রয়োগ ভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন তাকে জেনারেল মেকানিক (General Mechanics) বা সংক্ষেপে মেকার ও বলা হয়।


জেনারেল মেকানিক্স প্রধান আলোচ্য বিষয় হলো সচরাচর ব্যবহৃত বিভিন্ন প্রকার হ্যান্ড টুলস ও সহায়ক যন্ত্রপাতি ব্যবহার করে বিভিন্ন প্রকার যন্ত্রাংশ তৈরিকরণ কৌশল। তাছাড়া কোনো যন্ত্রাংশ তৈরি করার সময়ে বিভিন্ন প্রকার অপারেশন চূড়ান্ত পর্যায়ের ফিনিশিং কৌশল, বিভিন্ন যন্ত্রাংশ ফিটিংকরণ, ফেব্রিকেশন প্রভৃতি জেনারেল মেকানিক্স ট্রেডের মূল আলোচিত বিষয়বস্তু।


জেনারেল মেকানিক্স ট্রেডের বিশেষ গুরুত্ব হলো জরুরি প্রয়োজনে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা যা সচরাচর ব্যবহৃত মেশিন কাটার এবং ওয়ার্ক হোল্ডিং ডিভাইসের অভাবে প্রস্তুত করা সম্ভব হয় না। এ ট্রেডে সাধারণত মেটাল ওয়ার্ক, বেঞ্চ ওয়ার্ক, ফিটিং ওয়ার্ক, সাধারণ লেদ ওয়ার্ক, সাধারণ ওয়েল্ডিং, ড্রিলিং, গ্রাইন্ডিং, সেপিং প্রভৃতি অপারেশনের মাধ্যমে খুচরা যন্ত্রাংশ তৈরি, রিপেয়ারিং ও সংযোজন-বিয়োজন-এর কাজ সুচারুরূপে সম্পাদন করা হয়ে থাকে।


জেনারেল মেকানিক্স-এর গুরুত্ব (Importance of General Mechanics)


জেনারেল মেকানিক্স-এর গুরুত্ব অনস্বীকার্য। একজন দক্ষ জনশক্তি কখনও দেশ ও দশের বোঝা হতে পারে না। বর্তমান একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অধিক জনসংখ্যা বৃদ্ধি। এ জনসংখ্যাকে যদি সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করা না যায় তবে তা দেশের জন্য বিরাট বোঝা হয়ে দাঁড়ায়। এরূপ বোঝায় দেশের মেরুদণ্ড ভেঙে পড়ার উপক্রম হয়। কিন্তু যদি জনসংখ্যাকে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ প্রশিক্ষিত জনবলে পরিণত করা যায়, তবে প্রত্যেকটি দক্ষ জনবল দেশের ও দশের বোঝা না হয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে অবশ্যই মুখ্য ভূমিকা পালন করবে। একজন জেনারেল মেকার জেনারেল মেকানিক্স বিষয়ে প্রশিক্ষিত হয়ে যখন দেশের বিভিন্ন ওয়ার্কশপে শ্রমের বিনিময় ঘটান, তখন তিনি আর বেকার থাকেন না বরং তার আয়ে পরিবারের মুখে অন্ন জোটে। অন্যদিকে মেকানিক্স সংক্রান্ত কৌশল প্রয়োগের ফলে একটি বাস্তব ভিত্তিক যন্ত্রাংশ তৈরি হয় যা দেশজ পণ্যের তালিকাকে সমৃদ্ধ করে। ফলে দেশের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়।


তাছাড়া জেনারেল মেকানিক্স বিষয়টির বদৌলতে যেকোনো যন্ত্রাংশ জরুরি প্রয়োজনে তৈরি করা যায় যা মেশিন বা কাটার এবং ওয়ার্ক হোল্ডিং ডিভাইসের অভাবে প্রস্তুত করা সম্ভব হয় না।


অতএব বলা যায় জেনারেল মেকানিক্স-এর গুরুত্ব অপরিসীম।

 

শিল্পক্ষেত্রে জেনারেল মেকানিক্স-এর প্রয়োজনীয়তা (Necessity of General Mechanics in the Industrial field):


শিল্পক্ষেত্রে জেনারেল মেকানিক্স-এর প্রয়োজনীয়তা ব্যাপক। যদিও একজন জেনারেল মেকানিক জেনারেল মেকানিক্স বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের ফলে বিভিন্ন প্রকার সরকারী, বেসরকারী, স্বায়ত্তশাসিত বা ব্যক্তি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পেয়ে থাকেন, তাদের মধ্যে সবচেয়ে অধিক হারে নিয়োজিত হয়ে থাকেন শিল্প প্রতিষ্ঠানে। এসব শিল্প প্রতিষ্ঠানে জেনারেল মেকানিক্স বিষয়ে অভিজ্ঞ কারিগর যে সমস্ত পদে কর্মরত হয়ে থাকেন তা হলো-


১। বেঞ্চ ফিটার (Bench Fitter)


২। পাইপ ফিটার (Pipe Fitter)


৩। ফেব্রিকেশন ওয়ার্কার (Febrication Worker)


৪। সাধারণ কারিগর General Technician)


৫। সাধারণ ওয়েল্ডার (General Welder)


৬। ড্রিলিং মেশিন অপারেটর (Drilling Machine Operator


৭। টার্নার বা লেদম্যান (Turner or Latheman)


জেনারেল মেকানিক্স ট্রেড


৮। শেপার অপারেটর (Shapper Operator)


৯। অফ হ্যান্ড গ্রাইন্ডার (Off hand Grinder)


তাছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তর ও জনশক্তি প্রশিক্ষণ ব্যুরোর অধীনে জেনারেল মেকানিকগণ নিম্নোক্ত পদে কাজ করার সুযোগ পেয়ে থাকেন তা হলো-


১। টুল রুম অ্যাটেনডেন্ট (Toll Room Attendent)


২। ক্র্যাফট ইন্সট্রাক্টর (Craft Instructor)


৩। সিনিয়র ক্র্যাফট ইন্সট্রাক্টর (Senior Craft Instructor)


৪। সহকারী সুপারিনটেনডেন্ট (Assistant Superentendent) প্রভৃতি।


উপরোক্ত কর্মক্ষেত্রে জেনারেল মেকানিক্স জ্ঞানসম্পন্ন দক্ষ কর্মীর চাহিদা দিন দিন ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে। তাছাড়া বিদেশে ও একজন দক্ষ মেকানিক-এর প্রচুর চাহিদা পরিলক্ষিত হচ্ছে যার তুলনায় দক্ষ কারিগরের সংখ্যা অপ্রতুল।

শিল্পক্ষেত্রে যেমন শিল্প উৎপাদনের প্রধান উপাদান কাঁচামাল প্রয়োজন, প্রয়োজন মেশিন টুলস ইক্যুইপমেন্ট অনুরূপভাবে জেনারেল মেকানিক্স হলো শিল্পের জীবনীশক্তি, যা একজন মেকানিক নামক দেহের মধ্যে ভর করে শিল্পোৎপাদন ঘটান। শিল্পের কাঁচামালের সঠিক প্রক্রিয়াকরণ, যন্ত্রের সচল অবস্থা, সর্বোপরি উৎপাদনের গতিশীলতা নির্ভর করে জেনারেল মেকানিক্স-এর উপর।

অতএব বলা যায় শিল্পক্ষেত্রে জেনারেল মেকানিক্স-এর প্রয়োজনীয়তা রয়েছে।


জেনারেল মেকানিক্স এর গুরুত্ব



Previous Post Next Post