ট্রেড ইন্সট্রাক্টর জেনারেল মেকানিক্স বিগত সালের প্রশ্ন 

বিগত জেনারেল মেকানিক্স পদের রিটেন পরীক্ষার প্রশ্ন দেয়া হলো। স্কুল-২ পর্যায়ের  মাধ্যমিক ও ভোকেশনাল শাখার  জেনারেল মেকানিক্স পদের  প্রশ্ন। ট্রেড ইন্সপেক্টর জেনারেল মেকানিক্স পদে সাধারণত ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা  আবেদন করে থাকে। 


জেনারেল মেকানিক্স বিগত সালের লিখিত পরীক্ষার প্রশ্ন 

১৭ তম  শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্ন 

 ১. জেনারেল মেকানিক্স ট্রেডের সাধারণ উদ্দেশ্য সমূহ বর্ণনা করুন 

২. মেশিন শপে কি কি নিরাপত্তা বা সতর্কতা অবলম্বন করতে হয় পাঁচটি নিরাপত্তা সতর্কতা লিখুন 

৩. জিগ এবং ফিক্সারের মধ্যে পার্থক্য 

৪. টলারেন্স, এলাউন্স এবং ক্লিয়ারেন্স বলতে কি বুঝায়? 

৫. আর্ক ওয়েল্ডিং কাজে কী কী যন্ত্র তে ব্যবহার করা হয় ? 

৬. পরিমাপক যন্ত্র বলতে কি বুঝায়?  ছয়টি পরিমাপক যন্ত্রের নাম লিখুন।

৭. ধাতুর আকরিক বলতে কী বোঝায় লোহা তামা এবং অ্যালুমিনিয়াম এই তিনটি ধাতুর একটি করে প্রধান আকরিকের নাম লিখুন। 

৮. একটি ভার্নিয়ার ক্যালিপার এর ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের সূত্র লিখুন 

৯. একটি ফাইল এর চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের নাম চিহ্নিত করুন 

১০. ড্রিম ও বোরিং বলতে কি বোঝায় টিলিম ও বোরিং এর মধ্যে পার্থক্য লিখুন। 

১১. হেকস ব্লেড ভেঙ্গে যাওয়ার কারণ গুলো লিখুন। 

১২. লুব্রিকেন্ট ও কুল্যান্ট এর মধ্যে পার্থক্য লিখুন। 


রচনামূলক

১. ইঞ্জিনিয়ারিং ড্রইং এর প্রয়োজনীয়তা লিখুন ড্রয়িং এ ব্যবহৃত ১০টি সরঞ্জামের নাম ও ব্যবহার লিখুন 

২.লেদ মেশিনের প্রধান পাঁচটি অংশের নাম লিখুন লেদ মেশিনে কি কি অপারেশন করা যায় বর্ণনা করুন. 

৩. অক্সিডাইজিং শেখা এবং কার্বুরাইজিং শেখা  বলতে কি বুঝায়? কারবার রাইজিং শেখার পরিষ্কার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের নাম লেখুন. 

৪. শেপার ও প্লেনার মেশিনের মধ্যে পার্থক্য লিখুন। 

৫. টেপাট বলতে কী বোঝায় কত প্রকার ও কম্পাউন্ড রেস্ট পদ্ধতিতে টেপার কাটার সূত্র উল্লেখ করে কার্য প্রক্রিয়া লিখুন। 

৬. গ্যাস এবং আর্ক ওয়েল্ডিং  কাজে কি কি সতর্কতা অবলম্বন করতে হয় পাঁচটি করে সতর্কতা লিখুন। 

৭. একটি সিঙ্গেল পয়েন্ট কাটিং চুলের চিত্র অঙ্কন করে এর বিভিন্ন অংশের নাম চিহ্নিত করুন। 

৮. টীকা

লিমিট, সোল্ডারিং, গ্রাইন্ডিং, থ্রেডিং,  লে-আউট 


১৬ তম নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্ন জেনারেল মেকানিক্স 

বিষয়: জেনারেল মেকানিক 

পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর

পূর্ণমান: ১০০; বিষয় কোড: ২১৫

 ক বিভাগ: সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (যে কোনো আটটি প্রশ্নের উত্তর দিন)

১. জেনারেল মেকানিক্স বলতে কী বুঝায়? জেনারেল মেকানিক্স এর কর্মক্ষেত্রে উল্লেখ করুন।

২. মেশিন সপে নিরাপত্তা ব্যবস্থার পাঁচটি বিধি লিখুন।

৩. সূক্ষ্ম পরিমাপক যন্ত্র বলতে কী বুঝায়? পাঁচটি সূক্ষ্ম পরিমাপক যন্ত্রের নাম লিখুন।

৪. সোল্ডারিং ও ব্রেজিং এর মধ্যে পার্থক্য বুঝিয়ে লিখুন।

৫. ড্রিলিং ও বোরিং এর মধ্যে পার্থক্য লিখুন।

৬. লে-আউট টুলস বলতে কী বুঝায়? ছয়টি লে-আউট টুলস এর নাম লিখুন।

۹. টলারেন্স এবং এলাউন্স এর পার্থক্য চিত্রসহ লিখুন।

৮. ডায়াল ইন্ডিকেটর কী? ডায়াল ইন্ডিকেটর এর ব্যবহারক্ষেত্র লিখুন।

৯. ভার্নিয়ার হাইট গেজ কী? ভার্নিয়ার হাইট গেজের ব্যবহারিক ক্ষেত্র উল্লেখ করুন।

১০. ট্যাপ সেট কী? ট্যাপ ভাঙ্গার পাঁচটি কারণ উল্লেখ করুন।

১১. কুল্যান্ট কী? কুল্যান্ট ব্যবহারের সংক্ষিপ্ত বিবরণ দিন।

১২. একটি ফাইলের চিত্র অংকন করে এর বিভিন্ন অংশের নাম লিখুন।


খ বিভাগ- রচনামূলক প্রশ্ন

(যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দিন) 

১৩. ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর প্রয়োজনীয়তা লিখুন। ইঞ্জিনিয়ারিং ড্রইং এ ব্যবহৃত হয় এমন দশটি সরঞ্জামের নাম লিখুন।

১৪. একটি ভার্নিয়ার ক্যালিপার্সের চিত্র অংকন করে উহার প্রধান অংশগুলো চিহ্নিত করুন।

১৫. নিউট্রাল শিখা বলতে কী বুঝায়? নিউট্রাল শিখার চিত্র অংকন করে শিখার বিভিন্ন অংশের নাম লিখুন।

১৬. কম্বিনেশন সেট দ্বারা কী কী কাজ করা যায়? কম্বিনেশন সেটের বিভিন্ন অংশের নাম লিখুন।

১৭. শেপার মেশিনে কী কী অপারেশন করা যায় বর্ণনা করুন।

১৮. আর্ক ওয়েল্ডিং কাজে কী কী সতর্কতা অবলম্বন করতে হয় লিখুন।

১৯. লেদ মেশিনের তিনটি অপারেশন এর বর্ণনা লিখুন।


২০. টীকা লিখুন:

 কাউন্টার সিংকিং

আরপিএম 

কাটিং স্পিড 

নার্লিং

কেস হার্ডেনিং




১৫ তম ট্রেড ইন্সট্রাক্টর জেনারেল মেকানিক্স বিগত সালের নিবন্ধন প্রশ্ন 


ক-বিভাগ হতে যেকোন আটটি এবং খ বিভাগ থেকে যে কোনো চারটি  প্রশ্নের  উত্তর দিন।


ক বিভাগ- সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

১. নিরাপত্তা কাকে বলে? নিরাপত্তা কত প্রকার ও কী কী? ব্যক্তিগত নিরাপত্তর পাঁচটি বিষয় লিখুন।

২. কার্বনের হার অনুযায়ী ইস্পাতের শ্রেণিবিন্যাস উল্লেখ করুন।।

৩. ফিট বলতে কী বুঝায়? ফিট কত প্রকার ও কী কী? . পাইপ ফিটিংস এ ব্যবহৃত জয়েন্টগুলির নাম লিখুন।

৪. হাইট গেজ কাকে বলে? এর কাজ কী? কোন কোন জায়গায় হাইট গেজ ব্যবহার করা হয়।

৬. একটি টুইস্ট ড্রিল বিটের চিত্র এঁকে তার বিভিন্ন অংশের নাম লিখুন। 

৭. ড্রয়িং কাকে বলে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ড্রয়িং কত প্রকার ও কী কী?

৮. ফ্লাক্স কী? কোন কোন জায়গায় ফ্লাক্স ব্যবহৃত হয়। ফ্লাক্স ব্যবহারের কারণ কী কী?

৯.শেপার মেশিনের স্ট্রোক বলতে কী বুঝায়? স্ট্রোক কম বেশি কিভাবে করা যায় লিখুন।

 ১০. টলারেন্স ও এলাউয়েন্সের মধ্যে পার্থক্য কী? চিত্র ও পরিমাপসহ বুঝিয়ে দিন।

১১. ধাতুর আকরিক কাকে বলে? লোহার আকরিক থেকে কিভাবে ইস্পাত পাওয়া যাবে তার ধাপগুলি উল্লেখ করুন।

১২. ড্রিলিং ও বোরিং এর মধ্যে পার্থক্য লিখুন।


খ বিভাগ-রচনামূলক প্রশ্ন


১৩. রক্ষণাবেক্ষণ কাকে বলে। রক্ষণাবেক্ষণ কত প্রকার ও কী কী? প্রত্যেকটির সংক্ষিপ্ত বর্ণনা দিন।

১৪. একটি আউটসাইড মাইক্রোমিটার এর চিত্র এঁকে এর বিভিন্ন অংশগুলি চিহ্নিত করুন। ১৩.৩৩ মি.মি. মাপটি আলাদা চিত্রের সাহায্যে দেখান।

১৫. লে-আউট বলতে কী বুঝায়? একটা জবে মার্কিং করতে হলে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেয়া প্রয়োজন লিখুন।

১৬. মেশিন টুলস কাকে বলে? বর্ণনাসহ পাঁচটি মেশিন টুলস এর নাম ও ব্যবহার লিখুন। ১৭. লেদ মেশিনে কী কী পদ্ধতিতে ট্যাপার কাটা যায়? যে কোনো একটি পদ্ধতি বর্ণনা করুন।

১৮. ধাতুভেদে কুল্যান্ট ব্যবহারের কারণগুলি কী কী বর্ণনা করুন। তিনটি কুল্যান্ট এর নামসহ ব্যবহার লিখুন।

১৯. গ্যাস ওয়েল্ডিং এ কী কী সাবধানতা অবলম্বন করতে হয় উল্লেখ করুন। ব্যাক ফায়ার কী? এর প্রতিকারের ব্যবস্থা লিখুন।

২০. টীকা লিখুন:

(ক) লিমিট

(খ)  থ্রেডিং

(ঘ) শেয়ারিং

(৫) নরমালাইজিং।



১৪ তম নিবন্ধন জেনারেল মেকানিক্স লিখিত প্রশ্ন 

 ক বিভাগ হতে যে কোনো আটটি এবং খ বিভাগ হতে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দিন।।


১. সূক্ষ পরিমাপক যন্ত্র বলতে কী বুঝায়? ছয়টি সূক্ষ পরিমাপক যন্ত্রের নাম লিখুন।

২. হ্যাক 'স' রড ভাঙ্গার পাঁচটি কারণ উল্লেখ করুন।

৩. একটি ভার্নিয়ার ক্যালিপারের ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের সূত্র দুইটি লিখুন।

৪. ফিট বলতে কী বুঝায়? ফিট কত প্রকার ও কী কী? সংক্ষিপ্ত বর্ণনা দিন।

৫. জিগ ও ফিক্সার এঙমধ্যে পার্থক্য লিখুন।

৬.লুব্রিক্যান্ট ও কুলান্টের মধ্যে পার্থক্য লিখুন।

৭. মেশিনে কাজে অনুসরণীয় দশটি নিরাপত্তা নিয়মাবলি উল্লেখ করুন।

৮.ফাইলের কাজ কী? কাট অনুসারে এবং আকার-আকৃতি অনুসারে ইহার শ্রেণিবিভাগ উল্লেখ করুন।

৯. জেনারেল মেকানিক্স এর কাজে ব্যবহৃত হ্যান্ড টুলসগুলির শ্রেণিবিভাগ উল্লেখ করে দুইটি করে টুলস এর নাম লিখুন।

১০. এ্যালাউন্স ও ক্লিয়ারেন্স এর মধ্যে পার্থক্য চিত্রসহকারে বর্ণনা করুন।

১১. লে আউট টুলস বলতে কী বুঝায়? পাঁচটি লেয়িং আউট টুলস এর নাম লিখুন।

১২. গ্যাস ওয়েলডিং টর্স এবং গ্যাস কাটিং টর্সের পাঁচটি পার্থক্য লিখুন।

খ বিভাগ-রচনামূলক প্রশ্ন মান-১০x৬=

১৩. একটি আউট সাইড মাইক্রোমিটারের পরিষ্কার চিত্র অংকন করে উহার ১৮ প্রধান অংশগুলো চিহ্নিত করুন।

১৪. ইঞ্জিনিয়ারিং ড্রইং এর প্রয়োজনীয়তা লিখুন। ইঞ্জিনিয়াররিং ড্রইং এ ব্যবহৃত হয় এমন দশটি সরঞ্জামের নাম লিখুন।

১৫. জেনারেল মেকানিক্স এর প্রয়োজনীয়তা আলোচনা করুন।

১৬. মেকানিক্যাল প্রাক্কলন বলতে কী বুঝায়? ইহার প্রয়োজনীয়তা ও পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা দিন।

১৭. শেপার ও প্লেনার মেশিনের পার্থক্য উল্লেখ করে কার্যপ্রণালী বর্ণনা করুন।

১৮. কম্পাউন্ড রেস্ট পদ্ধতিতে টেপার কাটার সূত্র উল্লেখ করে কর্মপ্রক্রিয়া উল্লেখ করুন।

১৯. অক্সি-অ্যাসিটিলিন গ্যাস শিখা বলতে কী বুঝায়? এটি কত প্রকার ও কী কী? চিত্রসহ সংক্ষিপ্ত বর্ণনা লিখুন।


২০. টীকা লিখুন:

ক. হিট ট্রিটমেন্ট

খ. কাটিংস্পীড

গ. বোরিং

ঘ. গেজ

৫. টেম্পারিং


বিগত জেনারেল মেকানিক্স প্রশ্ন



Previous Post Next Post