মহম্মদ (সা:)-এর পূর্বপুরুষগণ যারা


হজরত ইব্রাহিমের পুত্র হজরত ইসমাইলের বারোজন পুত্র ছিল। একজনের নাম কাইজার। কাইজারের বংশধরদের একজনের নাম আদনান। আদনান বংশ হতে নবী হজরত মহম্মদ (সাঃ)-এর বংশের আবির্ভাব হয়। আরো বিস্তারিত 

হজরত মহম্মদ (সাঃ) এর  পিতা আবদুল্লাহ, তাঁর পিতা আবদুল মোত্তালিব (শায়বা), তাঁর পিতা হাসিম, তাঁর পিতা আবদ মনাফ, তাঁর পিতা কুশাই, তাঁর পিতা কিলাব, তাঁর পিতা মারুহ, ভাব পিতা কাব, তাঁর পিতা লুয়াই, তার পিতা গালিব, তাঁর পিতা ফিহর কোরাইশ, তাঁর পিতা মালিক, তাঁর পিতা নদন, তাঁর পিতা খোজাইমা, তাঁর পিতা মুদারিকা, তাঁর পিতা ইয়াস, তাঁর পিতা মুজর, তাঁর পিতা নিজব, তাঁর পিতা মুয়িদ, তাঁর পিতা আদনান। মালিকের পুত্র ফিহরকে কুরাইশ বলা হতো। সেই থেকে ঐ গোত্রকে কুরাইশ বলা হয়। হজরত মহম্মদ (সাঃ)-এর পঞ্চম পিতৃপুরুষ কুশাই গোত্র কোরেশ গোত্রের সাথে একত্রিত হয়, এবং হেজাজের শাসনভার ও কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্বভার গ্রহণ করে।

হযরত মোহাম্মদ সা এর পরবর্তী বংশধর 



Previous Post Next Post