দুস্পাপ্য ইসলামিক বই পিডিএফ 

বাংলা ভাষার প্রথম পত্রিকা দৈনিক আজাদ ও সর্বাধিক প্রচারিত পত্রিকা মাসিক মোহাম্মদীর সম্পাদক রাজনীতিবিদ মুসলিম নেতা মাওলানা আকরাম খাঁ রচিত গ্রন্থ  "মোস্তফা চরিত"। মোস্তফা চরিত একটি ঐতিহাসিক ইসলামিক বই। সিরাত চর্চায় নির্ভরযোগ্য বই।মোস্তফা চরিত ১৯৩২ সালে প্রকাশিত। বইটিতে হযরত মোহাম্মদ (সা:) এর জীবনী, সহিহ হাদিস সম্পর্কে তুলে ধরা হয়েছে। কিভাবে মুসলমানদের মধ্যে বিজাতীয় সাংস্কৃতি এসেছে, কিভাবে মুসলমানদের মধ্যে জাল হাদিস ঢুকেছে, কিভাবে ইসলামে ঐতিহাসিক ভুল তথ্য এসেছে তা তিনি এই গ্রন্থে তুলে ধরেছেন। মুসলমানদের ধর্মীয় আবেগকে পুঁজি করে একদল ওয়াজকারী কিভাবে মুসলমানদের বিভ্রান্ত করছেন তা এখানে প্রমাণসহ তুলে ধরেছেন। মাওলান  আকরাম খাঁ আরো তুলে ধরেছেন কিভাবে মুসলমানদের মধ্যে নান দল তৈরি হয়েছে। ধর্মান্তরিত হওয়ার পরও পূর্বের বিশ্বাস মুসলমানদের মধ্যে থেকে গেছে।এছাড়াও ইসলাম ও মুসলমানদের নিয়ে চক্রান্ত, বিভেদ তৈরি এর পিছনে কারা তা এই গ্রন্থে উল্লেখ আছে।মুসলমানরা কিভাবে কোনো যাচাই বাছাই ছাড়া আলেমদের অন্ধ বিশ্বাস করে তা এখানে তুলে ধরা হয়েছে। মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন শিরোনামে  তুলে ধরেছেন সেগুলো হলো


জাল ও অপ্রমাণিক হাদিছ

হাদিছ জাল হওয়ার মূল কোথায়? 

মোহাদ্দেছগণের অভিমত ঐতিহাসিক প্রমান ও তাহার নমুনা 

শাহ ছাহেবের অভিমত

তফছির ও ইতিহাসে ইসরাইলী রেওয়ায়তের প্রভাব এবনে খলদুনের অভিমত


হাদিছ জাল হওয়ার কারণ কি?.


 ভুল ও মারাত্মক অবহেলা 

তফছির ও ইতিহাস সম্বন্ধে চিরাচরিত উপেক্ষা

 এমাম আহমদের অভিমত জাল হাদিছের লক্ষণ হাদিছ জাল করার কারণ ও উদ্দেশ্য কেরামিয়া ও ভণ্ড ছুফীগণের অভিমত

 এমাম আহমদ ও জনৈক জালিয়াৎ এবনে জরিরের বিপদ ওয়াজ ব্যবসায়ীদিগের অনাচার নবদীক্ষিত কপটদিগের কীর্তি

এমামগণের বর্ণিত জাল হাদিছের কতিপয় সাধারণ লক্ষণ


মোস্তফা চরিত pdf

প্রিয় নবীজির সিরাত গ্রন্থ  মোস্তফা চরিত বইটি ডাউনলোড করুন। এখানে-----

 Download pdf


মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ এর সংক্ষিপ্ত জীবনী

মাওলানা আকরাম খান ৭ জুন ১৮৬৮  সালে ২৪ পরগনা,  বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারতের জন্মগ্রহণ করেন।  এবং ১৮ আগস্ট ১৯৬৮ সালে ঢাকার বংশালে মৃত্যুবরণ করেন। প্রায় ১০০ বছর  জীবিত ছিলেন তিনি 

তিনি একাধারে রাজনীতিবিদ,  সাংবাদিক , গবেষক,  ইসলামিক নেতা ও লেখক ছিলেন। 

মাওলানা আকরাম খাঁ ইংলিশ মিডিয়াম স্কুল ছেড়ে কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেন। তার পিতার নাম আলহাজ্ব গাজী আব্দুল বারী খাঁ আর মাতার নাম বেগম রাবেয়া খাতুন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের মাধ্যমে মাওলানা আকরাম খাঁ রাজনীতিতে প্রবেশ করেন এবং ১৯০৬ সালে প্রতিষ্ঠিত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। 

দুস্পাপ্য ও গবেষণাধর্মী ইসলামিক বই



Previous Post Next Post