বাচ্চার পক্ষে প্রধান শিক্ষক বরাবর দরখাস্তের নিয়ম

যেসকল বাচ্চারা নার্সারি কিংবা কিন্ডারগার্টেন পড়ে তারা নিজে থেকে দরখাস্ত লিখতে পারে না।সন্তানের পক্ষ থেকে অবিভাবককে ছুটি দরখাস্ত লিখতে হয়। তো কিভাবে নার্সারির বাচ্চার পক্ষে ছুটির দরখাস্ত লিখবেন? কিভাবে কিন্ডারগার্টেন পড়ুয়া বাচ্চার অনুপস্থিতির জন্য ছুটি মঞ্জুরের আবেদন করবেন তার একটি নমুনা নেয়া হলো। এই নমুনা ব্যবহার করে আপনি যেকোনো ধরনের একাডেমিক আবেদন পত্র লিখতে পারবেন। অনেক সময় বাচ্চা অসুস্থতার জন্য স্কুলে যেতে পারে না। অ্যাবসেন্ট হয়। অথবা অগ্রীম ছুটির প্রয়োজন হয়।স্কুলে দরখাস্ত না দিলে জরিমানা  হতে পারে। তাই নিজে অবিভাবক হয়ে বাচ্চার পক্ষে কিভাবে দরখাস্ত লিখতে হয় তা নিম্নে দেখুন

অনুপস্থিতির ছুটি মঞ্জুরের আবেদন

বরাবর 

প্রধান শিক্ষক 

উদয়পুর  প্রাথমিক  বিদ্যালয়

উদয়পুর,  আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা 

বিষয়: ছুটি মঞ্জুরের জন্য আবেদন। 

জনাব

যথাবিহিত সম্মানপ্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমার মেয়ে আফিয়া রহমান, রোল- ০১  আপনার স্কুলের প্রথম শ্রেণীর জবা শাখার একজন নিয়মিত ছাত্রী। গত ২৫-০৫-২০২৪ তারিখ আমার মেয়ে ঠান্ডা-কাশিজনিত অসুস্থতার জন্য বিদ্যালয়ে উপস্থিত হতে পারে নি।আমরা তাকে ডাক্তারের নিকট চিকিৎসার জন্য নিয়ে যায়।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে উক্ত তারিখের অনুপস্থিতির ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

বিনীত নিবেদক

আফিয়া রহমানের পক্ষে তার আম্মু 

আফরোজা রহমান

--------------------------

     স্বাক্ষর 



আবেদন পত্র লেখার নিয়ম


Previous Post Next Post