বিআরডিবি সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান 

গত  ০১.০৪.২০২৩ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDB এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান  নিম্নে তুলে ধরা হলো।  

BRDB written jobs question solution 

১. সন্ধি বিচ্ছেদ করুন

ক) সপ্তাহ = সপ্ত + অহ।

খ) মহৌদার্য = মহা ঔদার্য

গ) অন্বয় = অনু + অয়।


 

৩. নিম্নলিখিত বাক্যগুলো নির্দেশনামতে রূপান্তর করুন:

ক) পরোপকারীকে সবাই শ্রদ্ধা করে। (জটিল বাক্য) 

যিনি পরোপকারী তাঁকে সবাই শ্রদ্ধা করে।


খ) সে যে সৎ তা সকলে ভাবে।

 (সরল বাক্য) সকলে ভাবে যে সে সৎ।

গ) যেমন কর্ম করবে, তেমন ফল পাবে।

 (যৌগিক বাক্য) কর্ম করো তাহলে ফল পাবে।

ঘ) জগতে অসম্ভব কিছু নেই। 

(জটিল বাক্য) যদি ইচ্ছা থাকে তবে জগতে সবকিছুই সম্ভব।


৪.  কারক ও বিভক্তি নির্ণয় করুন:

ক)  ডাক্তার দেখিয়েছ? 

কর্ম কারকে শূন্য বিভক্তি।

খ) জ্ঞানের আলোয় আলোকিত হও। 

করণে ৭মী

গ) কান্নায় শোক মন্দীভূত হয় 

(অধিকরণে ৭মী)। ভাবাধিকরণে ৭মী

ঘ) সারারাত বৃষ্টি হয়েছে অধিকরণে শূন্য।


৪. শুদ্ধ করে লিখুন:

ক) নিরহংকারী = নিরহংকার।

খ) ভ্রকূটি = ভ্রকুটি।

গ) রৌদ্রজ্জল = রৌদ্রকরোজ্জ্বল।

ঘ) স্বায়ত্বশাসন = স্বায়ত্তশাসন।

৫ . ভাবসম্প্রসারণ করুন

 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

 

07. Fill in the blanks with appropriate preposition:


a) I have no prejudice------ any food. (against) বাক্যের অর্থঃ কোনো খাদ্যের প্রতি আমার অনীহা নেই।

b) Is the room large----- you? of


c) ------You will miss the train, do not start at once. (if) বাক্যের (অবঃ এখনই রওনা না হলে তুমি ট্রেনটি মিস করবে।

d) You must conform------ the regulation. (to) বাক্যের অর্থঃ তোমাকে অবশ্যই বিধি-বিধান মেনে চলতে হবে।


08. Transform the following sentences according to the instructions given in the parentheses:

a) I hope to play tennis this evening. (Make it complex)

I hope that I shall play tennis this evening. বাক্যের অর্থঃ আশা করি আজ সন্ধ্যায় আমি টেনিস

খেলবো।


b) This is the book about which I told you. (Make it compound)

This is the book and I told you about it. বাক্যের অর্থঃ এই বইটির বিষয়ে আমি তোমায় বলেছিলাম।

c) I believe in his innocence. (Make it complex)

 I believe that he is innocent. বাক্যের অর্থঃ আমি বিশ্বাস করি যে সে নির্দোষ।

d) He was ill, so he did not go to office. (Make it simple) 

He did not go to office due to his illness. বাক্যের অর্থঃ অসুস্থতার কারণে সে অফিসে যায়নি।


09. Make sentence with the following:

a) Out and out -পুরোপুরি =  crook out and out


b) Eat humble pie (ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া)ঃ Milad toont humble pie for her rudeness


c) Look down upon (অবজ্ঞা করা): Don't look down upon the poor.


d) By dint of (সাহায্যে; দ্বারা)ঃ Hanjala sucdeeded by dint of perseverance.


10. Franslate into English: জন মিল্টন ইংরেজি সাহিত্যের একজন অন্যতম বিখ্যাত কবি। তিনি ১৬০৮ সানের ৯ ডিসেম্বর লন্ডনে জন্মগ্রহণ করেন। ১৭ বছর বয়সে তিনি অধ্যয়নের জন্য ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হউন। ৬৬ বছর বয়সে ১৬৭৪ সালের ৮ নভেম্বর তিনি মৃত্যবরণ করেন।

 John Milton is one of the most famous poets in English literature. He was born on 9 December 1608 in London. At the age of 17. he entered the University of Cambridge to study. He died in 8 November, 1674 at the age of 66.


11. Write down antonyms of the following

a) Desire = Apathy 

b) Impulse =Disincentive

c) Spirit =Discouragement

d) Romantic = Unromantic


12. Write down synonyms of the following:


b) Impact= Collision.


c) Dimension = Size.


d) Consciousness =Awareness.


e) Expose= Uncover.


f) Express= Announce.


১৯. সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?

 জার্মানির হামবুর্গ শহরে অবস্থিত।

 ২০.ভাষা আন্দোলনভিত্তিক "আরেক ফাল্গুন" উপন্যাসের নায়ক কে?

ভাষা আন্দোলনভিত্তিক "আরেক ফাল্গুন"উপন্যাসের নায়ক হলেন মুনিম। উল্লেখ্য, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান 'আরেক ফাল্গুন' (১৯৬৮) উপন্যাস রচনা করেন। এই উপন্যাসে বাঙালির জাতীয় ঐতিহাসিক ঘটনাকে রূপায়িত করা হয়েছে।


21. এশিয়া মহাদেশ থেকে জাতিসংঘের সর্বশেষ মহাসচিব কে নির্বাচিত হয়েছিলেন?

 বান কি মুন (দক্ষিণ কোরিয়া) ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত।


22. মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র "আবার তোরা মানুষ হ" এর পরিচালক কে?

 খান আতাউর রহমান পরিচালিত 'আবার তোরা মানুষ হ' মুক্তিযুদ্ধোত্তর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

23. বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সুপ্রীম কমান্ডার কে?

রাষ্ট্রপতি।

24. বাংলাদেশে প্রথম অদমশুমারী হয় কোন বছর?

 বাংলাদেশে প্রথম আদমশুমারী হয় ১০-১৮ মে,১৯৭৪ সালে।

25. বলাকা কোন ফসলের উন্নত জাত?


26. বাংলাদেশ ক্রিকেট টেস্ট খেলার মর্যাদা পায় কত সালে?

২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।


যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?

 ঋষি সুনাক।

29. CIRDAP এর পূর্ণরূপ লিখুন?

the centre on integrated  rural development

Asia and Pacific 

30. প্যারিস চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়?

প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয় ৩ সেপ্টেম্বর, ১৭৮৩ সালে।


৩১. টীকা লিখুন:

a) আগরতলা ষড়যন্ত্র মামলা

 ইতিহাসে পশ্চিম পাকিস্তানিদের কাছে যা আগরতলা ষড়যন্ত্র তা-ই পূর্ব পাকিস্তানিদের কাছে আগরতলা পরিকল্পনা। ১৯৬৭ সালের সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগ নেতা আলী রেজা, ISI এর ব্রিগেডিয়ার মেনন এবং মেজর মিশ্র এর সাথে যে বৈঠক হয়েছিল তাকে আগরতলা ষড়যন্ত্র/পরিকল্পনা বলে। বঙ্গবন্ধুসহ ৩৫ জনকে আসামী করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে তৎকালীন পাকিস্তানী সরকার। ১৯৬৮ সালে দায়ের করা মামলা ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি গণআন্দোলনের মুখে আইয়ূব সরকার প্রত্যাহার করতে বাধ্য হয়।

b) ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ

১৯৭১ সালের ৭ মার্চ  ঢাকার রেসকোর্স ময়দানে রোজ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। সময় বিকাল ৩টা ২০ মিনিট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এর ব্যাপ্তিকাল ছিল ২৩ মিনিট তবে ১৮-১৯ মিনিট রেকর্ড করা হয়। রেকর্ড করেন এ এইচ খন্দকার এবং চিত্র ধারণ করেন আবুল খায়ের এমএনএ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫ম তফসিলে জাতির পিতার এ ভাষণ সন্নিবেশিত হয়। এ ভাষণেই বঙ্গবন্ধু বলেন "আমি প্রধানমন্ত্রীত্ব চাই না। আমরা এদেশের মানুষের অধিকার চাই"। ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু ৪ দফা দাবি তুলে ধরেন।

১. প্রথমে মার্শাল ল উইথড্র করতে হবে।

২. সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত যেতে হবে।

৩. যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে।

৪. জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

১৩ নভেম্বর ২০১৭ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ২৬টি বাক্যের বিশ্লেষণ করে "বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ: রাজনীতির মহাকাব্য" শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রন্থটি প্রকাশ করে-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ৩০ অক্টোবর ২০১৭ ইউনেস্কো ৭ মার্চের ভাষণকে "ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ" বা "বিশ্ব প্রামাণ্যের ঐতিহ্য" হিসেবে স্বীকৃতি দেয়। এ পর্যন্ত বিশ্বে মোট ৪২৭ টি নথি এতে যুক্ত হয়েছে। সম্প্রতি ইউনেস্কো ঘোষিত ৭৮টি ঐতিহাসিক দলিলের মধ্যে ৭ই মার্চের ভাষণ ৪৮ তম। ইউনেস্কোর এযাবৎ স্বীকৃতিপ্রাপ্ত ৪২৭টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে প্রথম অলিখিত ভাষণ এটি। স্বীকৃতির সময় ইউনেস্কোর মহাপরিচালক ছিলেন ইরিনা বোকোভা। ৭ মার্চের ভাষণকে আড়াই হাজার বছরের ইতিহাসে যুদ্ধকালে দেয়া।বিশ্বের অন্যতম অনুপ্রেরণাদায়ক বক্তৃতা বলা হয়



বাংলাদেশের জাতীয় সংগীত 

 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। মুজিবনগরে বাংলাদেশের প্রবাসী সরকার এই গানটিকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেয় এবং মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হয়। (অনুচ্ছেদ ৪.১) 'আমার সোনার বাংলা' গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংগীতরূপে ঘোষিত হয়। গানের প্রথম ১০ লাইন কন্ঠ সংগীত এবং প্রথম ৪ লাইন যন্ত্র সংগীত হিসেবে পরিবেশনের বিধান রাখা হয়।


d) আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF)

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জাতিসংঘের অনুমোদিত একটি স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান, যার প্রধান কাজ বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করা। ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর কার্যক্রম শুরু হওয়া এই সংস্থার প্রতিষ্ঠাকালীন সময়ে ২৯টি দেশ চুক্তিবদ্ধ হয়েছিল। ২০১৬ সালের ১২ এপ্রিল পর্যন্ত ১৮৯টি রাষ্ট্র এই সংস্থার কার্যক্রমের আওতাভুক্ত হয়। আইএমএফ তাদের কার্যক্রমের আওতাভুক্ত দেশগুলোকে স্বল্পমেয়াদি ঋণ দেয় এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে অর্থায়ন করে থাকে। এসব সহযোগিতা তারা দিয়ে তাকে বিভিন্ন শর্তে। সংস্থাটি ঋণ দেয়ার ক্ষেত্রে রাষ্ট্রের আর্থিক খাতে নীতিগত বিষয়ে সংস্কারের কিছু শর্তও দিয়ে থাকে।


বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) প্রশ্ন সমাধান






Previous Post Next Post