অপ্পো মোবাইলের প্রয়োজনীয় সিক্রেট কোড

আপনার oppo মোবাইলটি কবে তৈরি এবং কতটুকু পুরনো। আপনার oppo মোবাইলের সফটওয়্যার ভার্সন যাবতীয় ইনফরমেশন, আপনার অপো মোবাইল এর মডেল, সিপিইউ এবং ram  এবং IMEI নাম্বার জানতে হলে  oppo মোবাইলের কোন কোন শর্ট কোড ডায়াল করতে হয় তা নিচে বিস্তারিত তুলে ধরা হলো। 


oppo মোবাইল তৈরির ডেট দেখার শর্ট কোড 

oppo mobile manufacturing date find

ডায়াল *#6776# তারপর নিচের নামতে থাকুন দেখতে পাবেন Build Time ক্লিক করুন। এখানে দেখাবে আপনার oppo মোবাইল টি কবে তৈরি করা হয়েছিল। 

এবং এই সর্টকোডে আপনার মোবাইলের আরো অন্যান্য যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। 

অরিজিনাল ফোন চেক করার উপায়

আপনার ফোনটি অরিজিনাল কিনা তা দেখার কোড  

*#1234#


oppo mobile IMEI check code

অপ্পো মোবাইলের আইএমইআই নাম্বার বের করার শর্ট কোড হলো *#06#  

দ্বিতীয় উপায় মোবাইলের আইএমইআই  সিরিয়াল নাম্বার চেক করতে হলে ডায়াল করুন *#899# তারপর ক্লিক করুন  check IMEI info  এখানে আরো কিছু অপশন পাবেন যেমন Oppo GPS,  PCB number, Oppo software version, Oppo back cover colour, product information ইত্যাদি। 


oppo মোবাইলের ram, Cpu এবং মোবাইল ভার্সন চেক করবেন যেভাবে 

আপনার মোবাইলের ডিসপ্লেতে File Manager   অ্যাপটি খুঁজুন। ফাইল ম্যানেজার অ্যাপটি অটোমেটিক ইনস্টল করা থাকে।  ফাইল ম্যানেজার এ ঢুকে উপরে ডানপাশে থ্রি ডটে ( ---) ক্লিক করুন। তারপর  ক্লিক করুন  Diagnostic নতুন পেজ আসবে এবং এখানে দেখতে পাবেন আপনার oppo মোবাইলের মডেল আপনার অপ্পো মোবাইলের সিপিইউ এবং আপনার মোবাইলের ram। 

Hardware revision 

*#888#

Factory reset

*#8778#


oppo mobile  গোপন শর্ট কোড জানুন
Oppo


Previous Post Next Post