বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত গ্রাম

দেশর প্রথম নিরক্ষর মুক্ত গ্রামের নাম হলো কৃষ্টপুর।

সদ্য স্বাধীন দেশে ঘরের ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কচুবাড়ি কৃষ্টপুরের শিক্ষিত তরুণ  মোহাম্মদ মোকছেদ আলীসহ মোট ২৪ জন নর-নারী ঘরে ঘরে শিক্ষা আন্দোলন শুরু করে। কৃষক, দিনমজুর, গৃহিণী সকালে নাম লেখা (স্বাক্ষর)  পাশাপাশি  অ,আ,ক,খ--- শিখেছিলেন।১৯৭৩ সালের পূর্বে ঠাকুরগাঁও সদর উপজেলার কচুবাড়ি- কৃষ্টপুর ১০০% সাক্ষরতার রেকর্ড করে।


সাক্ষরতা সম্পর্কিত প্রশ্ন 

দেশের শিক্ষার হার ৭৬.৮ শতাংশ 

দেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা - মাগুরা

শিক্ষার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে

শিক্ষার হার সবচেয়ে কম  ময়মনসিংহ বিভাগে

সাক্ষরতার হার সবচেয়ে বেশি পিরোজপুর জেলায়

সাক্ষরতার হারে সবচেয়ে কম জামালপুর জেলা। 

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ৮ সেপ্টেম্বর 


প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম কোনটি


Previous Post Next Post