ডলার কিভাবে  আন্তর্জাতিক মুদ্রা হলো? 

প্রথম বিশ্ব যুদ্ধের পর আমেরিকার মিত্র দেশগুলো স্বর্ণের বিনিময়ে আমেরিকার থেকে যুদ্ধ সহায়তা পায়।ফলে প্রচুর পরিমাণে স্বর্ণ আমেরিকান রিজার্ভ ব্যাংকে জমা হয়।যুদ্ধের পর দুনিয়াজুড়ে অর্থনৈতিক মন্দা ও দুর্ভিক্ষ দেখা দেয়। ফলে বিশ্ব নেতারা পন্য বিনিময় ও ক্রয়ের জন্য একটি বিশ্বমানের কমন মুদ্রা চালুর  পরিকল্পনা করে। ১৯৪৪ সালে বিশ্বের ৪৪ টি দেশের ৭০০ জন প্রতিনিধি যুক্তরাষ্ট্রের New Hampshire শহরের Breton woods এ এক সম্মেলনের মাধ্যমে একক আন্তর্জাতিক বিনিময় মুদ্রা তৈরিতে সম্মত হয়।সেই লক্ষ্যে ডলার (Dollar) কে স্বর্ণের বিপরীতে আন্তর্জাতিক মুদ্রা হিসাবে পেগ করা হয়।


কোন কোন দেশ ডলার ব্যবহার করে না?

আন্তর্জাতিক বানিজ্যের উদ্দেশ্য পৃথিবীব্যাপী ডলার ব্যবহার করা হয়। কিন্তু উত্তর কোরিয়া, ইরান ও কিউবা ডলার ব্যবহার করে না।এসকল দেশে রাজনৈতিক কারণে ডলার নিষিদ্ধ বলা চলে।


ডলার কি দিয়ে তৈরি হয়? 

বিশেষ ধরনের সূতি ( Cotton)  সূতা ও লিনেন (Linen)  এর মিশ্রণে ডলার তৈরি হয়।যার কারণে ডলার মজবুত হয়।


মুদ্রা হিসাবে ডলার কবে ছাপানো হয়?

উত্তর: ১৯১৪ সালে

ডলারের ভবিষ্যত কী?

রাশিয়া ও চীনের নেতৃত্বে বিশ্বের কিছু দেশ নিয়ে যে ব্রিকস গঠিত হয়েছে তারা যদি নতুন আন্তর্জাতিক মুদ্রা চালু করে তবে ডলারের চাহিদা কমতে পারে। 

আন্তর্জাতিক মুদ্রা ডলার কিভাবে?
ডলার ছবি



Previous Post Next Post