একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কত মিলিগ্রাম আয়োডিন থাকে? 

আমাদের দেহ যে সকল পদার্থ দ্বারা গঠিত তার মোট ওজনের ৪% খনিজ লবণ। প্রয়োজনীয় খনিজ লবণের প্রায় ৭৫% ক্যালসিয়াম ও ফসফরাস। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে ১৫০-২০০ মাইক্রোগ্রাম আয়োডিন থাকে। এছাড়াও ২- ৬গ্রাম লৌহ মানুষের দেহে বিদ্যমান।


আয়োডিনের উৎস 

সামুদ্রিক শৈবাল,চিংড়ি, সামুদ্রিক মাছ যেমন টুনা, কড ইত্যাদি। ডিম, দুধ, পনির, দই, মুরগি ইত্যাদি খাবার আয়োডিন সমৃদ্ধ। 

আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়।


প্রাপ্তবয়স্ক মানুষের দেহে আয়োডিনের পরিমাণ।


Previous Post Next Post