সাধুরীতি থেকে চলিতরীতি পরিবর্তনের পাঁচটি নিয়ম 


ক. সাধুরীতি থেকে চলিতরীতিতে রূপান্তরের প্রধান পাঁচটি নিয়ম লিখুন। উত্তর: সাধুরীতি থেকে চলিতরীতিতে রূপান্তরের প্রধান পাঁচটি নিয়ম নিম্নরূপ:


১. ক্রিয়াপদের মধ্যে 'ই' স্বরধ্বনি থাকলে চলিত রীতিতে উক্ত 'ই' স্বরধ্বনি লোপ পায়। যেমন- যাইব য হইবে > হবে, করিতে > করতে, খেলিতে খেলতে, আসিতে > আসতে, আসিবে আগষে প্রভৃতি।


২. ক্রিয়াপদের মধ্যে 'উ' স্বরব্বানি থাকলে চলিত রীতিতে তা লোপ পায়। যেমন- হউক ১ হেক যাউক > যাক, থাউক থাক প্রস্তুতি।


৩. পদের শেষে অ, আ, বা এ স্বররানি থাকলে পূর্ণবতী তা স্বরধ্বনি চলিত রীতিতে 'ও' ধ্বনিতে পরিবর্তিত যেমন- শুন > শোন, উঠে এট, বুথা যোথা প্রাকৃতি


৪. পদের শেষে অ, আ বা ও স্বরধানি থাকলে পূর্ববর্তী স্বরধানি চলিত রীতিতে 'এ' পানিয়ে পরিবর্তিত হয়। যেমন- ভিতর > ভেতর, লিখ> লেখ, রিয়া > ভেজা প্রভৃতি।


৫. পূর্ববর্তী 'স্থ' ধানির প্রায়াসে চালিত রীতিতে 'আ' ধ্বনি 'এ' ধানিতে পরিবর্তিত হয়। যেমন- দিয়া > দিয়ে, গিয়া > গিয়ে, খাইয়া > খেয়ে, কারিয়া কহে, ধরিয়া> ধরে প্রাকৃতি।


সাধুরীতি থেকে চলিতরীতি পরিবর্তনের  নিয়ম



Previous Post Next Post