ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন উপজেলা ব্যবস্থাপক পদের প্রশ্ন সমাধান 

 বিগত ০৬.০৫.২০২৩ তারিখের কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক পদের প্রশ্ন সমাধান নিচে দেওয়া  হলো।

 

১. সংক্ষেপে উত্তর দিন:

ক) 'স্টপ জেনোসাইড' সিনেমাটির নির্মাতা কে? 

স্টপ জেনোসাইড (গণহত্যা বন্ধ কর) বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র। বিশিষ্ট চলচ্চিত্রকার জহির রায়হান বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে ২০ মিনিট দৈর্ঘ্যের এই তথ্যচিত্রটি তৈরি করেন।


খ) পারো এয়ারপোর্ট কোন দেশে অবস্থিত? 

পারো ভুটানের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরটি পারো শহর থেকে ৬ কিমি দূরত্বে পারো নদীর তীরে অবস্থিত

গ) COP 26' কোন দেশে অনুষ্ঠিত হয়?

 গাসগো, স্কটল্যান্ড, যুক্তরাজ্য।


ঘ) মৌলিক অধিকার লঙ্ঘন হলে সংবিধানের কোন অনুচ্ছেদে মামলা করার ক্ষমতা দেয়া হয়েছে?

বাংলাদেশের সংবিধানের বর্ণিত মৌলিক অধিকার সমূহের (২৭-৪৪ পর্যন্ত) যেকোন একটি লংঘিত হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদে তার জন্য মামলা করার ক্ষমতা দেয়া হয়েছে।


ঘ) KAFCO এর পূর্ণরূপ কী? 

Fertilizer Company Limited. Karnaphuli

ঙ)  'দ্বৈত শাসন ব্যবস্থা' এর প্রবর্তক কে? 

দ্বৈত শাসনব্যবস্থা' (Double Powers of Governor) এর প্রবর্তক ছিলেন রবার্ট ক্লাইভ ১৭৬৫ সালে।

চ)  'ধরিত্রী দিবস' বলতে কি বোঝেন? বছরের কোন তারিখে আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করা হয়?

 জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন বিষয়ক সম্মেলন বা United Nations Conference on Environment and Development (UNCED) যা বিশ্বব্যাপী ধরিত্রী সম্মেলন নামে পরিচিত। ১৯৮৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪৪তম অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৯২ সালের ৩ থেকে ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন এর প্রথম সম্মেলন হয়। জাতিসংঘের ইতিহাসে ধরিত্রী সম্মেলন ছিল অংশগ্রহণের দিক থেকে সবচেয়ে ব্যাপক ভিত্তিক সম্মেলন। উক্ত সম্মেলনে ১৭২টি দেশ অংশগ্রহণ করে। আর ধরিত্রী দিবস ২২ এপ্রিল আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করা হয়।


ছ) স্বৈরাচার বিরোধী আন্দোলন কী? বাংলাদেশে কবে স্বৈরাচারী শাসকের পতন হয়? 

সামরিক আইন জারির মাধ্যমে ১৯৮২ সালের ২৪ মার্চ ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ। আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুই জোটসহ বামপন্থী রাজনৈতিক দলগুলোর টানা আন্দোলনের মুখে এরশাদ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। এটাই স্বৈরাচারবিরোধী আন্দোলন। স্বৈরাচার পতন দিবস ৬ ডিসেম্বর। গণ-আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগ করেন তৎকালীন স্বৈরশাসক এইচ এম এরশাদ। এই দিনে তিনি অস্থায়ী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।। এর মাধ্যমে এরশাদের ৯ বছরের স্বৈরশাসনের অবসান হয়, মুক্তি পায় গণতন্ত্র।


৪) সংক্ষেপে উত্তর দিন:

ক) 'সংস্কৃতির ভাঙ্গা সেতু' গ্রন্থের রচয়িতা কে? আখতারুজ্জামান ইলিয়াস।

খ) বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কী বলে?

  বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। 

গ) বিভক্তিহীন নাম শব্দকে কী বলে? 

বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে। 


ঘ) 'Yellow dog' এর সঠিক বাংলা লিখুন।

 হীন ব্যক্তি।

ঙ) 'প্রোষিতভর্তৃকা' শব্দটির অর্থ লিখুন। 

যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে।


আ) চর্যাপদে কোন ধর্মমতের কথা বলা আছে? 

বৌদ্ধ।


৫)  ভাব সম্প্রসারণ করুনঃ 'অর্থই অনর্থের মূল'


৬) এক কথায় প্রকাশ করুন

ক) ঐতিহাসিক কালের পূর্ববর্তী= প্রাগৈতিহাসিক

খ) হরিণের চামড়া = অজিন।

৭. ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করুন:

ক) মীনাক্ষী = মীনের মত অক্ষি যার (মধ্যপদলোপী বহুব্রীহি)।

খ) পসুরি = পাঁচ সেরের সমাহার (দ্বিগু সমাস)।


৭. লিঙ্গ পরিবর্তন করুন:

ক) রচয়িতা = রচয়িত্রী।

খ) অশ্ব = অশ্বী।


৯. সন্ধি বিচ্ছেদ করুন:

ক) তথৈবচ = তথা + এবচ।

খ)  স্বৈর = স্ব+ ঈর।


১০. কারক ও বিভক্তি নির্ণয় করুন:

ক) ছাদ থেকে নদী দেখা যায় 

অধিকরণে সপ্তমী বিভক্তি)

খ) স্কুল পালানো ভালো না

 অপাদানে শূন্য


১১. ইংরেজিতে অনুবাদ করুন:

a) ছেলেটি শুধু বোকা নয়, বাচালও বটে। 

The boy is not only foolish but also talkative.

b) সাতদিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে।

 It has been raining continuous for seven days.

C. মেয়েটি জ্বরে মারা গিয়েছে। 

The man died of fever.

d) মনে হচ্ছে তুমি আমার প্রতি বিরক্ত।

You seem to be annoyed with me.

e) আমাদের সেখানে যাওয়া উচিত ছিল।

We should have gone there.


12. Right form of verb 

a) No sooner had he (see) the police than he (run).

 No sooner had he seen the police than he ran away.  পুলিশকে দেখা মাত্রই সে দৌড়ে পালিয়ে গেল।


b) Would that I (go) to college.

Could go Would that I could go to college. বাক্যের অর্থঃ যদি আমি কলেজে যেতে পারতাম।


c) I wish, I (to be) a king. 

I wish I were a king. 

যদি আমি রাজা হতাম!


d) Many years passed, since I (to meet) her last.

 Many years passed, since I had meet her last. 

 শেষ তার সাথে দেখা হয়েছিল অনেক বছর আগে।


e) Would you mind (to have) a cup of tea?

 Would you mind having a cup of tea? আমার সাথে এককাপ চা খেতে পারেন কি?


13. write a paragraph "importance of quality education"



14. Change  the sentence as directed 


a) Who does not love flowers? (Make it assertive).

 Everyone loves flowers. বাক্যের অর্থঃ প্রত্যেকেই ফুলকে ভালবাসে।

b) The people who are greedy are responsible for price hike. (Make it simple) 

 The greedy people are responsible for price hike. বাক্যের অর্থঃ মূলবৃদ্ধির জন্য শোভী মানুষেরা দোষী।

c) Tarin said, How fine the gift is!" (Make it indirect narration)

 Tarin exclaimed with surprise that the gift was very fine. বাক্যের অর্থঃ তারিন আশ্চর্য হয়ে বললো যে উপহারটি খুবই চমৎকার।

d) He wants Photographs to be taken. (Make it active 

He wants someone to take photograph, বাক্যের অর্থঃ সে চায় কেউ আলোকচিত্রটি করুক।

E. Despite his weakness, he played well. (Make it Complex) 

Although he was weak, he played well. বাক্যের অর্থঃ সে দুর্বল হওয়া সত্ত্বেও ভালো খেলেছিল।


কৃষক উন্নয়ন ফাউন্ডেশনেের বিগত সালের প্রশ্ন সমাধান


Previous Post Next Post