সড়ক চলাচলে নতুন গতিসীমা 


 চলাচল করার জন্য সরকার বিভিন্ন যানবাহনের গতিসীমা নির্ধারণ করে দিয়েছেন। 

এক্সপ্রেসওয়েতে গতিসীমা কত? 

এক্সপ্রেসওয়েতে চলাচলের  জন্য বাস, মিনিবাস ও প্রাইভেট কার ঘন্টায় ৮০ কিলোমিটার।  

এক্সপ্রেসওয়েতে মোটসাইকেলের গতি কত? 

উত্তর: ৬০ কিলোমিটার। 

ট্রাকের গতিসীমা কত? 

উত্তর: ৫০ কিলোমিটার 


 পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা ও অন্যান্য শহরের মধ্যে  যানবাহন  চলাচলের জন্য সরকার নতুন গতিসীমা নির্ধারণ করে দিয়েছেন । মোটরসাইকেল ও ট্রাক ঘন্টায় ৩০ কিলোমিটার বেগে এবং অন্যান্য যানবাহন ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে চলতে পারবে। 


জাতীয় সড়কগুলোতে বাস মিনিবাস ও অন্যান্য বি গ্রেড শ্রেণীর যানবাহনগুলো ঘন্টায় ৭০  কিলোমিটার এবং মোটরসাইকেল ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে চলতে পারবে।

জেলা সড়কে বাস মিনিবাসের ক্ষেত্রে ঘন্টায় ৬০ কিলোমিটার এবং মোটর সাইকেলের ক্ষেত্রে ঘন্টায় ৫০ কিলোমিটার। 


সড়ক যানবাহনের গতিসীমা না মানলে কি শাস্তি হয়? 

দন্ডবিধি অনুযায়ী 

কেউ যদি সড়কের গতিসীমা না মানে তাহলে তিন মাসের কারাদন্ড  বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডে দণ্ডিত হতে পারে। 

গাড়ির নতুন গতিসীমা


Previous Post Next Post