কারারক্ষী পদের প্রশ্ন সমাধান

কারা অধিদপ্তরের অধীন পুরুষ কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের MCQ types প্রশ্ন সমাধান নিচে দেয়া হলো। 

১. আমি লিখতে জানি এর ইংরেজি কোনটা? 

উত্তর: I know how to write.


২. We should abstain ------- smoking. 

উত্তর: From


৩.  have no pain to write -----

উত্তর: with 

৪. physiology বানানটি সঠিক। 

৫. বঙ্গবন্ধু টানেলটির দৈর্ঘ্য কত কিলোমিটার উত্তর: 3.32  কিলোমিটার। 

৬. মহান মুক্তিযুদ্ধের সময় নৌ সেক্টর কোনটি? 

উত্তর :১০ নম্বর সেক্টর 

৭. সোমালিয়া কোন মহাদেশে অবস্থি? 

 উত্তর:  আফ্রিকা 

৮. মহামান্য রাষ্ট্রপতির বাসভবনের নাম কি? 

উত্তর : বঙ্গভবন 

৯. বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? 

উত্তর : 1974 সালের 

১০. নাবিকের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? 

উত্তর: নৌ+ইক

১১. চর্যাপদের প্রতি আবিষ্কৃত হয় কত সালে? ১

উত্তর: ১৯০৭ সালে

১২. চন্দ্রমুখ কোন ধরনের কর্মধারয় সমাস ? 

উত্তর: উপমিত

১৩. যে নারীর পতি নেই, পুত্র নেই তাকে এক কথায় কি বলে?

উত্তর: অবীরা


১৪.শুদ্ধ বানান কোনটি?

উত্তর: মুমূর্ষু 

১৫. পত্নী শব্দের সমার্থক শব্দ কোনটি? 

 উত্তর: জায়া

১৬. দেনা-পাওনা উপন্যাসটির রচয়িতা কে? 

উত্তর:  শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

১৭. ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? 

উত্তর: ধ্বনি

১৮. বাংলা সাহিত্যে গদ্যের জনক ক? 

 উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

১৯. ভোরের পাখি বলা হয় কাকে?

 উত্তর: বিহারীলাল চক্রবর্তী 

২০. what is place of work! এটা কোন ধরনের বাক্য? 

উত্তর: exclamatory 

২১. passive form of " Do the work"

Ans: let the work be done.

22. accessories is the correct spelling 

23. ambition এর সমার্থক শব্দ কোনটি?

উত্তর: Desire 

২৪. Household শব্দের অর্থ কোনটা? 

উত্তর: ঘর-বাড়ি


 

সাধারণ গণিত ব্যতীত 


কারা অধিদপ্তরের কারারক্ষী পদের  প্রশ্ন সমাধান
কারারক্ষী পদের প্রশ্ন সমাধান ২০২৪


Previous Post Next Post