ঢাকার বিভিন্ন স্থানের নামকরণ ও উৎপত্তি 


ধামরাই শব্দের উৎপত্তি 

সম্রাটের অশোকের বৌদ্ধ ধর্ম গ্রহণের সারা বাংলায় ৮৪ হাজার ধর্মরথ বা ধর্ম রাজিয়া অর্থাৎ ধর্মপ্রচার কেন্দ্র তৈরি  করেন।ধামরাই তার একটি।আর এই ধর্মরথ থেকে ধামরাই নামের উৎপত্তি। 

সাভার শব্দের উৎপত্তি 

বলা হয়ে থাকে পাল বংশীয় রাজা হরিশ্চন্দ্রের সর্বেশ্বর রাজ্যের রাজধানীর নাম ছিল সম্ভার। আর এই  সম্ভার থেকে সাভার নামের উৎপত্তি। 


মিরপুর নামের উৎপত্তি 

একসময় ঢাকার ধনী শ্রেণির অনেকের নামের পূর্বে মীর পদবী থাকতো।এই এলাকাটি কোন এক মীরের ছিল। সেই মিরপুর নামকরণ করা হয়। 

গেন্ডারিয়া শব্দের উৎপত্তি

শোনা যায় একসময় এখানে প্রচুর গেন্ডারি বা আখ চাষ হতো।তাই এর নাম গেন্ডারিয়া। আবার কেউ বলেন এখানে ধনী শ্রেণির লোকের বসবাস ছিল Grand Area থেকে গেন্ডারিয়া। 

ভুতের গলি নামের উৎপত্তি 

বৃটিশ নাগরিক মি. বুটের নামানুসারে ভূতের গলির নামকরণ হয়। 

মহাখালী নামের উৎপত্তি 

মহাকালী মন্দিরের নামানুসারে মহাখালী নামের উৎপত্তি।।

ইন্দিরা রোড নামের উৎপত্তি 

দ্বিজদাস বাবু নামের এক ধনী ব্যক্তি তার বাড়ির পাশে একটি রাস্তা নির্মাণ করেন। নিজ কন্যা ইন্দিরার নামে রোডটির নামকরণ করেন

কাকরাইল নামের  উৎপত্তি 

একসময় ঢাকার কমিশনার ছিলে মিস্টার ককরেল।তার নাম থেকে কাকরাইল নামের উৎপত্তি। 


রমনা পার্ক নামের উৎপত্তি 

এই এলাকার বিশাল ধনী ব্যবসায়ী রম নাথ বাবু নামে একটি খেলাধুলার মাঠ ও বাগান ছিল।নাম রমনা পার্ক।


গোপীবাগ নামের উৎপত্তি কিভাবে হলো?

গোপীনাগ নামক এক ধনী ব্যবসায়ী ছিলেন। তার তৈরি বিশাল বাগান ছিলো নাম " গোপীবাগ"।


পল্টন নামের উৎপত্তি 

একসময় এখানে বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক প্ল্যাটুন সৈন্য এখানে বসবাস করতো। সেই থেকে এই জায়গাটির নামকরণ হয় " পল্টন"।


ধানমন্ডি নামের উৎপত্তি 

বর্তমান ধানমন্ডিতে একসময় ধানের হাট বসতো।ধান ছাড়াও অন্যান্য শস্য পাওয়া যেত।


পরীবাগ নামের উৎপত্তি 

নবাব আহসানউল্লাহ মেয়ের নাম ছিল পরী।এবং একটি দৃষ্টি নন্দন বাগান ছিল এখানে।সেই থেকে পরীবাগ নামের উৎপত্তি। 

পাগলাপুরের ইতিহাস

জানা যায় ১৭ শতকের দিকে এখানে একটি নদী ছিল নাম পাগলা।সেই থেকে এই জায়গার নাম পাগলাপুর।

সূত্রাপুর  নামের অর্থ কী? 

যারা কাঠের কাজ করেন তাদেরকে সূত্রধর বলা হতো।বর্তমান ঢাকার সূত্রাপুরে কাঠশ্রমিকরা বসবাস করতো।সূত্রধর থেকে সূত্রাপুর নামের উৎপত্তি। 


ঢাকার শ্যামলী নামের উৎপত্তি 

একসময় এই এলাকায় প্রচুর বাগান ও গাছ-পালা ছিল।শ্যামল ছায়া ছিল।সেই থেকে জায়গাটির নাম হলো শ্যামলী (১৯৫৭ সালের দিকে)

ঢাকা শহরের বিভিন্ন স্থানের নামের অর্থ
স্থান নাম নামকরণ ইতিহাস 



Previous Post Next Post