বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড  নিয়োগ প্রশ্ন ২০২৪

BPDB surveyer engineer jobs question 2024.

Bangladesh water development board surveyer question 2024

Surveyer written question 2024 here 


১. নিচের শব্দগুলোর বানান শুদ্ধ করুন।


(১) বিদ্যান - বিদ্বান 


২. মনিষী 


২. এক কথায় প্রকাশ করুন।


(১) রাত্রির প্রথম ভাগ = পূর্বরাত্র


(ii) শুভক্ষনে জন্ম যার = ক্ষণজন্মা 


(iii) যা স্থায়ী নয়= অস্থায়ী 


৩. সন্ধি বিচ্ছেদ করুন।


১. শুভেচ্ছা = শুভ+ইচ্ছা


২. বিদ্যালয়= বিদ্যা+আলয়


8. ইংরেজিতে অনুবাদ করুন:


(1) সে ভাত খায়।

He eats Rice.


(ii) আমি স্কুলে যাবো।

I will go to school 

(iii) বৃষ্টি হচ্ছে।

It has benn raining 

(iv) আমি আমার মাকে ভালবাসি।

I love my mother. 

(v) সে গতকাল বাড়ি এসেছে।

He has came yesterday 



Fill in the gap with appropriate article. 

----- cow is useful animal 

Ans: The


------school is very near my home 

Ans: The

This is----- easy task 

Ans: an

she is -----unknown woman hair 

Ans: an


He is----- European 

Ans: a


(১) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম গোপালগঞ্জের কোন উপজেলায়?

উত্তর: টুঙ্গিপাড়া 

(ii) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ?

উত্তর: ২১ ফেব্রুয়ারী 

(iii) মুজিবনগর কোন জেলায় অবস্থিত?

উত্তর: মেহেরপুর 

(iv) বঙ্গবন্ধু সেতু কোন নদীর উপর নির্মিত?

উত্তর: পদ্মা নদী 

(V) মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কী?

উত্তর: ডলার

(vi) রাশিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কী?

উত্তর : ভ্লাদিমির পুতিন 

(vii) WAPDA এর পূর্ণরূপ লিখুন।


(viii) কোন দেশ বাংলাদেশকে ১ম স্বীকৃতি প্রদান করে?

উত্তর: ভূটান


(ix) ২০২৪ সালে ICC T20 পুরুষ বিশ্বকাপ ওয়েষ্ট ইন্ডিজ সহ অন্য কোন দেশে অনুষ্ঠিত হবে?


(X) পদ্মা ও মেঘনা নদী বাংলাদেশের কোন জেলায় মিলিত হয়েছে?

উত্তর:  চাঁদপুর 

৭. জরিপ বলতে কী বোঝায়? জরিপ কাজের প্রকৃতি অনুযায়ী জরিপকে কী কী ভাগে ভাগ করা যায়?


৮. ভূমন্ডলীয় জরিপ এবং সমতলীয় জরিপের ৩টি পার্থক্য উল্লেখ করুন।


৯. টোটাল স্টেশন কী? টোটাল স্টেশন এর ৪টি ব্যবহার উল্লেখ করুন।


১০. শিকল জরিপের ২টি সুবিধা এবং ২টি অসুবিধা উল্লেখ করুন।


১১. সার্ভে ক্যাড কী? সার্ভে কাজে ব্যবহৃত ২টি সফটওয়্যার এর নাম লিখুন।


১২. লেভেলিং কী? লেভেলিং এর ২টি উদ্দেশ্য লিখুন।


১৩. গড় সমুদ্রতল (MSL) ও বেঞ্চ মার্ক (BM) বলতে কী বুঝায়?


-১৪, দিল্লি ও চট্টগ্রামের দ্রাঘিমা যথাক্রমে ৮০০০০' পূর্ব ও ৯০°৩০′ পূর্ব। চট্টগ্রামে যখন মধ্যাহ্ন, তখন দিল্লির সময় কত?


১৫. ৩০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট শিকল দ্বারা মেপে একটি রেখার দৈর্ঘ্য পাওয়া গেল ৫৬৬,৮০ মিটার। পরে নিরীক্ষা করে দেখা গেল শিকলটির দৈর্ঘ্য ৪ সেন্টিমিটার বেশি ছিল। রেখাটির প্রকৃত দৈর্ঘ্য কত?


১৬. ৫০ মিটার দীর্ঘ এবং ৪০ মিটার প্রস্থের একটি মাঠের মাঝ বরাবর দুটি আড়াআড়ি রাস্তা চলে গেছে। প্রতিটি রাস্তা ১.৫ মিটার প্রস্থের হলে, রাস্তা দুটি দ্বারা মোট আবৃত ক্ষেত্রফল কত?


১৭, ২০ জন শ্রমিক একটি পুকুর ১৫ দিনে খনন করতে পারে। কত জন শ্রমিক ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে?


• ১৮. একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার। এর ভূমি ১৮ মিটার হলে, এর উচ্চতা নির্ণয় করুন।


১৯. একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।


২০. একটি চাকা ১.৭৫ কিঃমিঃ পথ যেতে ৪০ বার ঘুরে। চাকাটির ব্যাসার্ধ কত মিটার?


সার্ভেয়ার প্রকৌশল পরীক্ষার  প্রশ্ন সমাধান  ২০২৪
Survey question solution 


Previous Post Next Post